মমতার জনসভায় একের পর এক মহিলার সোনার হার চুরি, চাঞ্চল্য কৃষ্ণনগরে

Krishnanagar

সৌভিক মুখার্জী, কৃষ্ণনগর: এ কি কাণ্ড! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে সোনার হার চুরি একের পর এক মহিলার! ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরে (Krishnanagar)। কার্যত মহিলাদের গলায় থাকা সোনার হার ছিঁড়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। যার জেরে কান্নায় ভেঙে পড়েছে তারা। আর এই ঘটনা নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এমনকি শাসকদলের দিকেই উঠছে আঙুল।

মুখ্যমন্ত্রী জনসভায় সোনার হার চুরি

স্থানীয় রিপোর্ট অনুযায়ী খবর, এদিন নদীয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। আর সেখানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মহিলা। তবে লোকজনের ভিড়ভাট্টার মধ্যে থেকেই একের পর এক মহিলার গলা থেকে সোনার হার উধাও হয়ে যায়। সভা শেষ হওয়ার পর তাঁরা টের পায় যে, তাঁদের গলায় হার নেয়। এরপর কান্নায় ভেঙে পড়ে মধ্যবিত্ত পরিবারের ওই মহিলারা। এমনকি একজন নয়, বরং তিন থেকে চারজনের গলা থেকে এই হার চুরি হয়েছে বলে দাবি করা হচ্ছে স্থানীয় রিপোর্টে।

তবে মুখ্যমন্ত্রীর জনসভাতে এই হার চুরির ঘটনা নিয়ে শাসক দলের দিকেই উঠছে আঙুল। হ্যাঁ, বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। এমনকি গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। কেউ কেউ মজা করে বলছে, জনসভাতেই চুরি হয়ে গেলে সোনার হার। কান্না করে কোনও লাভ নেই। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আবারও একটি সোনার চেইন বানিয়ে নেবেন। এমনকি এক ব্যবহারকারী লিখেছেন, এই চুরির দায় যেন আবার বিজেপির উপর না যায়।

আরও পড়ুন: রাজ্যে চুপিসারে বাতিল ৬.৩৪ লক্ষ রেশন কার্ড! কাদের নাম গেল বাদ? জানাল সরকার

এদিকে ওই মহিলাদের দাবি, আমরা এখানে বসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। তবে কখন গলা থেকে হার চুরি হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। পরে গলায় হাত দিয়ে দেখি হার নেই। ইতিমধ্যে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে এবং প্রশাসন তদন্ত শুরু করেছে। স্থানীয়রা দোষীদের সনাক্ত করে কড়া শাস্তির দাবি জানাচ্ছে, যাতে এরকম ঘটনা আর না ঘটে।

Leave a Comment