প্রীতি পোদ্দার, কলকাতা: আর কয়েক মাস পরেই রাজ্যে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তাই সেই নির্বাচনকে ঘিরে এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এমতাবস্থায় নবান্নে লোকায়ুক্তের বৈঠকে যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন কেন তিনি এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না৷
বৈঠকে যোগ দেবেন না শুভেন্দু
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর, সোমবার বিকেল ৪ টে ১৫ মিনিটে নবান্নে লোকায়ুক্তের পরবর্তী বৈঠক হতে চলেছে ৷ নিয়ম অনুযায়ী, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখযোগ্য বিষয় হল এই বৈঠকে নিয়ম মেনেই বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি সেই বৈঠকে যাবেন না৷ কারণ হিসেবে তিনি জানান, “মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেননি। তার উপর মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একাধিক নির্বাচিত বিধায়কদের বিরুদ্ধে একাধিক মামলায় চার্জশিট জমা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিধানসভায় রিপোর্ট দিতে হয়। কিন্তু সেই রিপোর্ট উনি কোনোদিন দেননি।’’
সাংবাদিকদের সামনেই কারণ ব্যাখ্যা শুভেন্দুর
প্রতি বছরই লোকায়ুক্ত কমিটির বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই সেই বৈঠক হয়ে থাকে। নিয়ম অনুযায়ী কমিটির অন্য সদস্যদের মতো বিরোধী দলনেতাকেও বৈঠকে থাকতে বলা হয়। কিন্তু গত সাড়ে চার বছরে এ ধরনের কোনও বৈঠকে যোগ দেননি শুভেন্দু অধিকারী। এবারেও তাঁর অফিসে চিঠি পাঠিয়ে বৈঠকের কথা জানানো হয়। যদিও সেই সময় শুভেন্দুর অফিসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে গতকাল এক অনুষ্ঠানে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন তাঁর বৈঠকে না যাওয়ার কারণ। এদিন সাংবাদিকদের সামনেই লোকায়ুক্তের পরবর্তী কমিশনার কে হবেন, সেই নিয়েই ইঙ্গিত দেন শুভেন্দু৷ বিরোধী দলনেতা বলেন, ‘‘মনোজ পন্থ যদি এক্সটেনশন না-পান, দেখা যাবে হয়তো তাঁকেই লোকায়ুক্তের কমিশনার করে দেওয়া হবে।”
আরও পড়ুন: রাতের অন্ধকারে কুপিয়ে খুন! বহরমপুরে মর্মান্তিক পরিণতি তৃণমূল কর্মীর
লোকায়ুক্ত কমিটির বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে এদিন আক্রান্ত হওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘‘খগেন মুর্মুকে রক্তাক্ত দেখার পর তো কোনও বৈঠকে যোগদান সম্ভব নয়। যাঁদের হাতে বিজেপি নেতাকর্মীদের রক্ত লেগে রয়েছে, তাঁদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা সম্ভব নয়।” এদিকে তৃণমূল কংগ্রেস এখন সর্বভারতীয় সরিয়ে শুধু পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিখছে বলে শুভেন্দু খোঁচা দিয়ে জানান যে গোয়া-নাগাল্যান্ড-মেঘালয় আর ত্রিপুরার নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় তকমাটা ছিল, সেটা তারা হারিয়েছে।