মমতার বিরুদ্ধে কোমর কষলেন প্রাক্তন সেনা আধিকারিকরা!

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক অন্দরে। এমতাবস্থায় সেনাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় ধর্নায় বসতে চলেছেন সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা। জানা গিয়েছে মেয়ো রোডে ধর্নায় বসতে চান তাঁরা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তাঁরা। আগামী ৮ সেপ্টেম্বর সোমবার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে।

মঞ্চ খোলা নিয়ে তীব্র বিতর্ক

ভিন রাজ্যে বাংলা ভাষার অপমান এবং পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিল রাজ্যের শাসক দল। কিন্তু গত সোমবার সেই মঞ্চ খুলে দিতে থাকেন সেনার আধিকারিকরা। তাঁদের দাবি, ৩১ আগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি দেওয়া হয়েছিল। তাই সময় পেরিয়ে যাওয়ায় মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। আর সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে আসতেই মেয়ো রোডে হাজির হন তিনি ৷ কিন্তু ততক্ষণে ফিরে যান সেনা আধিকারিক এবং জওয়ানরা৷ সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সুরে বলেছিলেন, এই কাজ সেনার নয়, বিজেপির কথায় তাঁরা কাজ করছে। এরপরই এই মন্তব্যে জেনে শুরু হয় একাধিক বিতর্ক। আর সেই বিতর্কের আগুনে আরও ঘি ঢালতে এবার প্রাক্তন সেনাকর্মীরা প্রতিবাদে ধর্নায় বসতে চলেছেন।

ক্ষুব্ধ প্রাক্তন সেনা আধিকারিকেরা

অস্থায়ী মঞ্চ সরিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সেনাকর্মীরা জানিয়েছেন যে, বারবার আয়োজকদের মঞ্চ সরিয়ে নেওয়ার জন্য জানানো হলেও তারা কোনও কর্ণপাত করেননি। এমনকি কলকাতা পুলিশকেও জানানো হয়েছিল। তাঁদের তরফেও সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সেনার পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তাই বেজায় ক্ষুব্ধ প্রাক্তন সেনা আধিকারিকেরা। তাই এবার প্রতিবাদস্বরূপ প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ মেয়ো রোডে ধর্নায় বসতে চান।

আরও পড়ুন: ‘শিক্ষক হতে পারবেন না, কিন্তু গ্রুপ সি-তে যাতে হয় …’ চাকরিহারাদের উদ্দেশে বড় বার্তা মমতার

মামলার অনুমতি বিচারপতি ঘোষের

টিভি ৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন সেনা আধিকারিকদের ধর্নায় বসা নিয়ে প্রথমে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কিন্তু তাতে দমে যাননি তাঁরা। তাঁদের ঘোর দাবি, মেয়ো রোডে বসেই ধর্না কর্মসূচি করতে চান তাঁরা। তাই শেষমেশ বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর ধর্না কর্মসূচির অনুমতি চেয়ে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই দিনই এই মামলার শুনানি নির্ধারিত হতে চলেছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেনাকে আক্রমণ করেননি। বরং সেনার কথা বলার সময় তাঁর ভাষা এবং সুর ছিল অনেকটাই সংযত। সেই নিরিখে এবার দেখার পালা সেনাবাহিনীদের ধর্নায় বসার ক্ষেত্রে সবুজ সংকেত মেলে কি না।

Leave a Comment