প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে রাজ্যজুড়ে যেখানে হাওয়া গরম, সেখানে ফের আরও একবার খুনের হুমকি (Bomb Threat To Governor CV Ananda Bose) পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। বৃহস্পতিবার রাতে ওই হুমকি বার্তাটি লোকভবনের আধিকারিকদের নজরে আসে। বার্তার বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গেই রাজ্যপালের নিরাপত্তা নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। Z প্লাস সিকিউরিটি আরও বাড়ানো হল। এখন থেকে বাড়তি ৬০ থেকে ৭০ জন যোগ হল তাঁর নিরাপত্তায়।
হুমকি মেইল এল রাজ্যপালের কাছে
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে হুমকি দেওয়া একটি ইমেল এসেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। সেখানে লেখা রয়েছে, রাজ্যপাল বোসকে বোম মেরে ‘উড়িয়ে’ দেওয়া হবে। সেই ব্যক্তি নিজের মোবাইল নম্বরটাও দিয়ে দিয়েছেন। তাই সেই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে গোটা বিষয়টা সম্পর্কে অবগত করা হয়েছে রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ বা ডিজিপি-কে। সঙ্গে সঙ্গেই রাজ্যপালের নিরাপত্তা নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বার্তাটি খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয়েছে তদন্তও। এদিকে হুমকি মেলের বিষয়ে রাতেই অবগত করা হয়েছে অমিত শাহের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও।
কলকাতা পুলিশ ও CRPF যৌথ ভাবে কাজ করছে
রাজ্যপাল আনন্দ বোস ‘জেড প্লাস’ শ্রেণির নিরাপত্তা প্রাপ্ত। তা সত্ত্বেও এই হুমকি বার্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।লোকভবন সূত্রে খবর, রাজ্যপালের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কলকাতা পুলিশ ও CRPF যৌথ ভাবে কাজ করছে। লোকভবনের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর শীর্ষকর্তাদের নিয়ে গতকাল মধ্যরাতেই একটি জরুরি বৈঠক করা হয়েছে। ওই বৈঠকে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয়।
হুমকি বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
লোকভবন সূত্রে জানানো হয়েছে, রাজ্যপালকে দেওয়া এই হুমকি মেল প্রথম নয়, এর আগেও একাধিক বার রাজ্যপালকে লক্ষ্য করে হুমকি এসেছে। এদিকে, হুমকি মেল পাওয়ার পরেই রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন। কারণ তিনি আত্মবিশ্বাসী যে বাংলার মানুষই তাঁকে রক্ষা করবেন। তাঁর এই সিদ্ধান্ত ও মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অন্যদিকে এই হুমকি নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সকলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যপাল নিরাপদ নন।
VIDEO | Kolkata: On the heightened security at Lok Bhavan following alleged death threats, West Bengal Governor CV Ananda Bose says, “…Security personnel are only doing their duty, just as I am doing mine. But a Governor’s first, second, and third duty is always to the people.… pic.twitter.com/CJzEjUssgU
— Press Trust of India (@PTI_News) January 9, 2026
আরও পড়ুন: ভোররাতে গঙ্গাসাগর মেলায় আগুন! পুড়ে ছাই শিবির এবং অস্থায়ী ছাউনি
ঘটনাচক্রে, আজ, শুক্রবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাদবপুর ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন। আর এমন অবস্থায় এই হুমকি মেইল পাওয়ার পরই রাজ্যপাল কলকাতার রাস্তায় হাঁটবেন বলে জানিয়েছেন, তাই স্বাভাবিকভাবে প্রশাসনের ওপর বাড়তি চাপ পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।