মর্মান্তিক! একইদিনে মৃত্যু পিসি, ভাইপোর! শোকের ছায়া পূর্ব বর্ধমানের নন্দনপুরে

East Burdwan
East Burdwan

কৃশানু ঘোষ, কলকাতাঃ পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মাধবডিহি থানার নন্দনপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই দিনে একদিকে পুকুরে ডুবে মৃত্যু হয় পিসির। অন্যদিকে, ট্রাক-বাইকের সংঘর্ষে প্রাণ যায় ভাইপোর। আর এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

পুকুরে ডুবে মৃত্যু পিসির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ৮০ বছর বয়সী বৃদ্ধা বীথিকা বসু পুকুরে গিয়েছিলেন পা ধোয়ার জন্য। আচমকাই পা পিছলে পড়ে যান গভীর জলে। বহুক্ষণ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। প্রতিবেশীদের সহযোগিতায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বয়স্কার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে পরিবার।

পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ভাইপোর

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখানেই শেষ হয়নি। মৃত্যুসংবাদে পেতেই পাশের পাড়া থেকে ছুটে আসেন ওই বৃদ্ধার ভাইপো হিরন্ময় দত্ত। এরপর পিসির মৃত্যুজনিত কারণেই হাসপাতালে যাওয়ার সময় রাতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের সম্মুখীন হন তিনি। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ মমতার বিরুদ্ধে কোমর কষলেন প্রাক্তন সেনা আধিকারিকরা!

একই দিনে দু’জন প্রিয়জনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। হিরন্ময়ের স্ত্রী ভেঙে পড়েছেন নবজাতককে নিয়ে। শোকে স্তব্ধ তাঁর ১২ বছরের মেয়েটিও। নন্দনপুর গ্রাম এখন শোকের কবলে। গ্রামের প্রবীণ বৃদ্ধা বীথিকা দেবীর মৃত্যু যেমন এক প্রজন্মের অবসান ঘটাল, তেমনই হিরন্ময়ের আকস্মিক চলে যাওয়া এক তরুণ পরিবারকে ঠেলে দিয়েছে অন্ধকারে।

Leave a Comment