সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় ফের একবার ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। হুগলীর তারকেশ্বরে (Tarakeswar Rape) এবার এক ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেল। হুগলি জেলার তারকেশ্বরের ঘটনা। অভিযোগ, শিশুটি যখন পরিবারের সাথে ঘুমন্ত অবস্থায় ছিল তখন তাকে অপহরণ করা হয় এবং শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। ঘটনাকে ঘিরে তীব্র হৈচৈ পড়ে গিয়েছে বাংলাজুড়ে। সেইসঙ্গে ঘটনাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন অবধি শুরু হয়েছে।
তারকেশ্বরে ৪ বছরের শিশুকে ধর্ষণ!
অভিযোগ, নির্যাতিতা শিশু শুক্রবার রাতে মশারির ভেতর পরিবারের সঙ্গে ঘুমোচ্ছিল। এরপর শনিবার ভোরে, কিছু অজ্ঞাত দুষ্কৃতী মশারি কেটে ঘুমন্ত মেয়েটিকে অপহরণ করে পালিয়ে যায়। ঘটনার পর, পরিবার মেয়েটিকে খুঁজতে শুরু করে। বিকেলে, তারকেশ্বর রেলওয়ে স্টেশনের উঁচু ড্রেনের কাছে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। শিশুটিকে গুরুতর অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলে। যদিও সামান্য মেডিকেল করে ছেড়ে দেওয়া হয়। পড়ে পরিস্থিতি খারাপ হওয়ায় বিজেপির কিছু কর্মকর্তারা তাঁকে চন্দননগরের হাসপাতালে নিয়ে যায়। পুলিশ মামলা দায়ের করে এই ঘটনার আরও তদন্ত শুরু করেছে।
বিস্ফোরক শুভেন্দু অধিকারী
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইট করে ঘটনাটি সম্পর্কে সকলকে অবগত করেন। তিনি জানান, তারকেশ্বরে চার বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তথ্যটি শেয়ার করে লিখেছেন যে তারকেশ্বরে চার বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পরিবার থানায় ছুটে গিয়েছিল কিন্তু কোনও এফআইআর দায়ের করা হয়নি। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর চন্দননগরে রেফার করা হয়। তারকেশ্বর পুলিশ অপরাধটি দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।
A 4-year old girl child has been Raped in Tarkeshwar.
Family rushes to Police Station, but FIR not registered !
Taken to the Hospital – referred to Chandannagar.
Tarkeshwar Police busy burying the Crime.This is the True Face of Mamata Banerjee’s free-for-all regime.
A… pic.twitter.com/XujzQSCmEQ— Suvendu Adhikari (@SuvenduWB) November 8, 2025
বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে লক্ষ্য করে শুভেন্দু আক্রমণাত্মক সুরে লেখেন “এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগামহীন শাসনের আসল চেহারা। একটি শিশুর জীবন নষ্ট করা হয়েছে, তবুও পুলিশ সত্যকে চেপে রাখছে এবং রাজ্যের ভুয়ো আইনশৃঙ্খলার ভাবমূর্তি রক্ষা করছে। তারা কি পুলিশ অফিসার, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকার? মনে হচ্ছে তারকেশ্বর পুলিশ আইন রক্ষার শপথ ভুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আপনার শাসনে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।”