সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ট্রেনে উঠে মশার কামড়ে জেরবার? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবার রেলের তরফে এই মশার হাত থেকে রেহাই দিতে যুগান্তকারী ব্যবস্থা নেওয়া হল। মশা মারতে সেই কামান দাগার কথা আছে না, ঠিক তেমনই এবার এই মশা মারতে আস্ত ট্রেন আনল রেল (Mosquito Killer Train)! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
এবার মশা মারতে আস্ত ট্রেন আনল রেল!
এমনিতে এখন বর্ষাকাল চলছে। আর এই বর্ষাকালে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। এই রোগের মূল কারণ মশা নির্মূল করার জন্য, দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি) উত্তর রেলওয়ের সহযোগিতায় একটি অনন্য উদ্যোগ নিয়েছে। সোমবার, মেয়র রাজা ইকবাল সিং নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ‘মশা তাড়ানোর ট্রেন’-এর সূচনা করেন।
এই বিশেষ অভিযানের আওতায়, একটি রেলওয়ে ওয়াগনের উপর একটি ট্রাক স্থাপন করা হয়েছে, যাতে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্প্রেয়ার মেশিন লাগানো আছে। এই মেশিনটি রেলপথে চলাচলের সময় লার্ভা-বিরোধী রাসায়নিক স্প্রে করবে। কর্মকর্তাদের মতে, এই ট্রেনটি ট্র্যাকের উভয় পাশে প্রায় ৫০ থেকে ৬০ মিটার এলাকা জুড়ে থাকবে। সবচেয়ে বড় কথা হল, এই মেশিনটি সেইসব জায়গায়ও রাসায়নিক স্প্রে করতে সক্ষম হবে যেখানে পৌঁছানো সাধারণত খুব কঠিন এবং যেখানে জল জমে থাকার কারণে মশা দ্রুত বংশবৃদ্ধি করে। ইতিমধ্যে দিল্লি পুরসভার তরফে এই বিষয়ে বেশ কিছু শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে।
বিরাট উদ্যোগ প্রশাসনের
মেয়র বলেন, বর্ষাকালে রেলপথের চারপাশে প্রায়শই জল জমে থাকে, যা মশার প্রজননস্থলে পরিণত হয়। এমন পরিস্থিতিতে, ‘মশা টার্মিনেটর ট্রেন’ দিয়ে বৃহৎ পরিসরে স্প্রে করলে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি বলেন, এই ট্রেনটি কেবল একটি যন্ত্রপাতি নয়, দিল্লিবাসীর স্বাস্থ্যের জন্য একটি ঢাল।
এমসিডি কমিশনার অশ্বিনী কুমার এই উদ্যোগকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে পৌর কর্পোরেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশা নির্মূলকে একটি মিশনের মতো পরিচালনা করছে। এই অভিযান তখনই সফল হবে যখন নাগরিকরাও এতে তাদের ভূমিকা পালন করবেন। তিনি জনগণের কাছে তাদের বাড়ির আশেপাশে জল জমে থাকতে না দেওয়ার এবং কর্পোরেশনের প্রচেষ্টায় সহযোগিতা করার আবেদন জানিয়েছেন। এই কর্মকর্তা আরও বলেন যে এই অভিযান সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এটি মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে অনেক সাহায্য করবে।