মস্কোর প্রতিরক্ষা প্রযুক্তি চুরির চেষ্টা! গুপ্তচরবৃত্তি ফাঁস হতেই ধাক্কা খেল রাশিয়া-পাকিস্তান সম্পর্ক

Pakistan Espionage in Russia one spy arrested by Moscow police

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লির বুকে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ফের উঠে এসেছে পাকিস্তানের নাম। তাতে যুদ্ধ বাঁধল বাঁধল বলেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন অনেকেই। আর ঠিক সেই আবহে জোরালো ধাক্কা খেলো রাশিয়া-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। MIRROR Now এর রিপোর্ট অনুযায়ী, মস্কোর প্রতিরক্ষা প্রযুক্তি চুরি করতে গিয়ে রাশিয়ায় ধরা পড়ল ইসলামাবাদের এক গুপ্তচর (Pakistan Espionage in Russia)! একাধিক রিপোর্ট অনুযায়ী, রাশিয়ায় চৌর্যবৃত্তির জন্য ওই ব্যক্তিকে রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের ষড়যন্ত্রে জল ঢেলে দিল রাশিয়া। বিশেষজ্ঞ মহলের মতে, ইসলামাবাদের ষড়যন্ত্র প্রকাশ্যে আসতেই কালি লাগলো পাকিস্থান এবং রাশিয়ার সম্পর্কে।

পাক প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের আগেই চাঞ্চল্য

রাশিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, মস্কো পুলিশের হাতে চৌর্যবৃত্তির দায়ে যে গুপ্তচর ধরা পড়েছে তিনি নাকি রাশিয়ারই এক নাগরিক। সেন্ট পিটারবার্গ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মস্কো পুলিশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সেন্ট পিটারবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের শহর। আর সেই শহরেই বসে কিনা রুশ প্রযুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুরি করে পাকিস্তানের পচারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি, এমন ঘটনা প্রকাশ্যে আসতেই হতবাক সকলে।

বলাই বাহুল্য, চলতি মাসেই রাশিয়ায় সফর করার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। বিগত দিনগুলিতে বেশ কয়েকবার তাঁকে প্রেসিডেন্টের সাথে একপ্রকার যেচে সখ্যতা বাড়াতে দেখা গিয়েছিল। তবে পাক প্রধানমন্ত্রী রাশিয়ায় পৌঁছানোর আগেই মস্কোর প্রযুক্তি সংক্রান্ত তথ্য চুরির অভিযোগে গ্রেফতার হওয়া গুপ্তচরের সাথেই জড়াল ইসলামাবাদের নাম। তাতে পাক প্রধানমন্ত্রী অস্বস্তি যে বাড়ল সে কথা বলার অপেক্ষায় রাখে না। তাছাড়াও বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, উপর উপর বন্ধুত্ব দেখিয়ে রাশিয়ার তথ্য হাতাতে বড় ছক কষলেও ষড়যন্ত্র বানচাল হওয়ায় আপাতত মুখ দেখানোর অবস্থায় নেই পশ্চিমের দেশ।

একাধিক প্রতিরক্ষা তথ্য চুরির অভিযোগ

রাশিয়ার তদন্তকারীদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ইসলামাবাদের তরফে রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেল হিসেবে নিযুক্ত ওই গুপ্তচর নাকি রাশিয়ার MI-8 শ্রেণির দুটি সামরিক পরিবহন হেলিকপ্টার, যুদ্ধের বর্ম হিসেবে ব্যবহৃত S-400 ট্রায়ামফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বেশ কয়েকটি ক্ষেত্রের প্রযুক্তি চুরির চেষ্টা করেছিলেন। বলে রাখি, রাশিয়ার ওই সামরিক হেলিকপ্টার ভারতে ব্যবহৃত না হলেও দেশের বিমানবাহিনীর অস্ত্রাগারে রয়েছে সুদর্শন চক্র বা S-400। যা মূলত গত মে মাসে পাকিস্তানের সাথে সংঘাতে ভারতের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি চুরি করতে গিয়ে পাকিস্তানি গুপ্তচরের ধরা পড়া জন্ম দিয়েছে একগুচ্ছ প্রশ্নের।

অবশ্যই পড়ুন: ইডেন টেস্টে বিরাট মাইলফলক ছোঁবেন কে এল রাহুল

উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে আসন্ন ডিসেম্বরেই ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে সেই প্রস্তুতিই চলছে জোর কদমে। এদেশের মাটিতে পা রেখেই প্রধানমন্ত্রী মোদির সাথে সাক্ষাতের পর দ্বীপাক্ষিক বৈঠকে বসবেন দুই রাষ্ট্রপ্রধান। ওই বৈঠকেই নতুন করে কিছু প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিয়া এবং ভারতের। আর তার আগেই ক্রেমলিনের প্রতিরক্ষা প্রযুক্তি চুরি করতে গিয়ে পাকিস্তানের তরফে নিয়োজিত গুপ্তচরের ধরা পড়া, কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে নয়া দিল্লিরও।

Leave a Comment