মহম্মদ শামিকে নিয়ে মত বদলাবে BCCI, টিম ইন্ডিয়ায় ফিরবেন কবে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে বহুদিন দেখা নেই অভিজ্ঞ পেসার মহম্মদ শামির (Mohammed Shami)। শেষবারের মতো গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন তিনি। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করা সত্ত্বেও ভারতের অভিজ্ঞ বোলারের দিকে ফিরেও তাকায়নি নির্বাচন কমিটি। বরং ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, শামির ফিটনেস সম্পর্কে তাঁদের কাছে কোনও স্পষ্ট তথ্য নেই। এর প্রত্যুত্তরে অবশ্য ভারতীয় তারকা জানান, নির্বাচন কমিটি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে ফিটনেস সম্পর্কে খবর দেওয়া আমার কাজ নয়। সেই থেকে গঙ্গা দিয়ে জল বয়েছে অনেক। তবুও ভারতের নীল জার্সি গায়ে ওঠেনি শামির। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, খুব শীঘ্রই সেই অপেক্ষা শেষ হতে পারে। টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারেন তারকা পেসার।

ভারতীয় দলে ফিরছেন শামি?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এ বছরের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দাড়ি টেনেছে ভারত। এরপর ভারতীয় দলকে দেখা যাবে আসন্ন জানুয়ারিতে। 2026 এর প্রথম মাসের 11 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। সেই মতোই নির্বাচন প্রক্রিয়া সেরে দল ঘোষণা করবে ভারত। এমতাবস্থায়, বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, ভারতের তারকা পেসার মহম্মদ শামি বিগত দিনগুলিতে যেভাবে বারবার বল হাতে নিজেকে প্রমাণ করেছেন তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে জাতীয় দলে জায়গা হয়ে যেতে পারে তাঁর। অনেকেই মনে করছেন, শামিকে নিয়ে মত বদলাতে পারে BCCI।

অবশ্যই পড়ুন: জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতির তকমা পেল ভারত!

এ নিয়ে বোর্ড বা নির্বাচন কমিটির তরফে কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, শামির বর্তমান ফর্ম দেখে তাকে কিছুতেই উপেক্ষা করা যায় না। ও যেভাবে খেলছে তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে ওর উপস্থিতি অত্যাবশ্যক। শুধু তাই নয়, বহু অপেক্ষিত 2027 ওয়ানডে বিশ্বকাপেও ভারতের এই তারকা পেসারকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যেতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। কাজেই, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার পর মেন ইন ব্লুর স্কোয়াডে যদি শামির নাম দেখা যায়, সে ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না।

অবশ্যই পড়ুন: সোনা, রুপোর দামে বড় ধস! খুশির জোয়ার মধ্যবিত্তদের মনে, আজকের রেট

উল্লেখ্য, 2023 ওয়ানডে বিশ্বকাপে শামিই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। তা সত্ত্বেও সে বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বল হাতে 20 ওভারের ক্রিকেটে ক্ষমতা দেখানো সত্বেও ফেব্রুয়ারির পর আর সূর্যকুমার যাদবদের দলে সুযোগ পাননি তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখা হয়নি তাকে। এখন দেখার টিম ইন্ডিয়ায় শামির ভাগ্য ফিরতে ঠিক কত সময় লাগে।

Leave a Comment