মহালয়া থেকে আকাশের মুখ ভার, ষষ্ঠী থেকে নবমী ভাসাবে বৃষ্টি? আবহাওয়া আপডেট

Durga Puja 2025 Weather
Durga Puja 2025 Weather

কৃশানু ঘোষ, কলকাতাঃ ২০২৫ সালে দেবী দুর্গার আগমন হবে গজে, যার অর্থ শান্তি এবং সমৃদ্ধি। কিন্তু, আবহাওয়া দফতর জানাচ্ছে, শান্তি ও সমৃদ্ধি এলেও, মোটেও ভালো থাকবে না আবহাওয়া (Durga Puja 2025 Weather)। আর সেই রেশ পাওয়া যাচ্ছে এখন থেকেই! বলা ভালো আকাশের ব্যাজার মুখ, আর ঝমঝমিয়ে যখন তখন বৃষ্টির জেরে পুজোর আগে কেনাকাটা করতে গিয়েই হিমশিম খাচ্ছে বঙ্গবাসী। তার ওপর এবার পুজোর সময়েও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

এবার বৃষ্টিতে ভাসবে পুজো?

আগামী ২৮ সেপ্টেম্বর দুর্গাপুজোর আনুষ্ঠানিক সুচনা। তবে, এখন ষষ্ঠীর অনেক আগেই মহালয়া থেকে শুরু হয়ে যায় দেবীর দর্শন, আর এবার মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর। জানা যাচ্ছে মহালয়া থেকেই এবার মুখ থাকবে আকাশের, নিরাশ হতে পারে প্যান্ডেলগামী মানুষজন।

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া  দফতরের  কর্মকর্তারা জানিয়েছেন , উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হয়েছে, পাশাপাশি শীঘ্রই আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আর এই নিম্নচাপ অঞ্চল জলীয়বাষ্পে ভরা বাতাস টেনে আনতে পারে। যার জেরে পুজোর দিনগুলিতে বৃষ্টি হওয়ার আশঙ্কা অনেকটাই।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে অন্য খেলা! মমতা নয়, শুভেন্দুর বিরুদ্ধে একে প্রার্থী করতে পারে তৃণমূল, জোর চর্চা

 আগামী এক সপ্তাহ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং নদিয়া জেলায় বৃষ্টি দেখা দিতে পারে। একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টি দেখা দিতে পারে।

Leave a Comment