মহাশূন্যে স্পেস স্টেশন তৈরি করছে ভারত, কবে থেকে শুরু কাজ?

Central minister on Bharatiya Antariksh Station

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর পৃথিবীর বুকে বসে নয়, এবার একেবারে মহাকাশে গিয়েই হবে মহাকাশ গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে বসে যদি মহাকাশ নিয়ে গবেষণা করা যায় সে ক্ষেত্রে সুবিধা অনেক বেশি। মূলত সেই বক্তব্যকে সামনে রেখেই এবার মাটি থেকে অন্তত 400 কিলোমিটার উপরে নিজস্ব একটি মহাকাশ স্টেশন তৈরি করতে চলেছে ভারত (Bharatiya Antariksh Station)। জানা যাচ্ছে, সেটির নাম রাখা হয়েছে ভারতীয় অন্তরীক্ষ ষ্টেশন।

কবে থেকে শুরু হবে কাজ?

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ভারতের নিজস্ব অন্তরীক্ষ স্টেশন বা স্পেস স্টেশন সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, 2028 সালে, ভারতীয় অন্তরীক্ষ ষ্টেশনের বেস মডিউল বা BSS 1 পাড়ি দেবে মহাকাশে। এখান থেকেই শুরু হবে ভারতীয় আন্তরীক্ষ স্টেশন তৈরির যাত্রা। এরপর ধাপে ধাপে এগোবে কাজ। রিপোর্ট অনুযায়ী, সময়ের সাথে সাথে দফায় দফায় মোট 5টি অন্তরীক্ষ স্টেশনের বেস মডিউল পৌঁছবে মহাকাশে। জানা যাচ্ছে, সেই কাজ সম্পন্ন হবে 2035 সালের মধ্যে।

বিজ্ঞানীদের মতে, এই বেস মডিউলগুলি মহাকাশে ভারতীয় অন্তরীক্ষ ষ্টেশনটিকে পূর্ণ রূপ দিতে সাহায্য করবে। এক কথায় বলা যায়, এই মডিউলই ভারতীয় অন্তরীক্ষ ষ্টেশনের মূল রসদ। রিপোর্ট বলছে, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার যাবতীয় পরামর্শ এবং উপদেশ মাথায় রেখেই তৈরি হবে এই অন্তরীক্ষ স্টেশন। জানা গিয়েছে, ইন্ডিয়ান হিউম্যান স্পেস প্রোগ্রামকে এগিয়ে রেখেই মহাকাশে নিজস্ব অন্তরীক্ষ স্টেশন তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বেস মডিউল তৈরির কাজ জোড় কলমে শুরু হয়ে গিয়েছে বলেও দাবি করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং।

অবশ্যই পড়ুন: শেষ হতে পারতো কেরিয়ার, দিল্লি বাদ দিতেই ক্রিকেট থেকে অবসর নিলেন মোহিত শর্মা

প্রসঙ্গত, পৃথিবীর মাটি থেকে অন্তত 400 কিলোমিটার উচ্চতায় তৈরি হতে যাওয়া ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের পুরো পরিকল্পনাটাই ISRO র। বিশেষজ্ঞ মহলের দাবি, মহাকাশে যদি একবার ভারত তার নিজস্ব অন্তরীক্ষ স্টেশন বা স্পেস স্টেশন তৈরি করে ফেলে সেক্ষেত্রে মহাকাশচারীরা পৃথিবী থেকে মহাকাশে গিয়ে সেই অন্তরীক্ষ স্টেশনে বসেই যাবতীয় গবেষণার কাজ চালাতে পারবেন। শুধু তাই নয়, জানা গিয়েছে মহাকাশচারীদের দল 3 থেকে 6 মাস বা তারও বেশি সময় ওই স্টেশনে থাকতে পারবেন।

Leave a Comment