বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক মহিলাকে গণধর্ষণের চেষ্টা, অভিযোগ পেতেই তড়িঘড়ি বর্ধমান থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Bardhaman Gang Rape Attempt)। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে এক মহিলাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন ওই তিন ব্যক্তি। সমাজ মাধ্যমে নির্যাতিতা সে খবর জানাতেই হই হই পড়ে যায়, নেট মহলে। এরপর অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার বর্ধমানের 3 নম্বর ওয়ার্ড রসিকপুর এলাকা থেকে আলী তফাদার, সোনা দফাদার এবং বিকি তফাদার নামক তিনি অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিতা
রিপোর্ট অনুযায়ী, তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়ার পাশাপাশি বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। আর এরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, নির্যাতিতার কাছ থেকে আরও কিছু তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মহিলা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে দোষীদের শাস্তি দাবি করছেন অভিযোগকারীনি।
সঠিক বিচারের দাবি নির্যাতিতার
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গোটা ঘটনা প্রসঙ্গে মুখ খুলে ওই মহিলা জানিয়েছেন, তিনি আর পেরে উঠছেন না। নিজের বাড়িতেও শান্তিতে থাকতে পারছেন না তিনি। ওই নির্যাতিতার দাবি, অভিযুক্তরা তাঁকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর দিচ্ছিল। শুধু তাই নয় ওই মহিলার আরও অভিযোগ, আটক হওয়া তিন যুবক নাকি তাঁকে বলেছিলেন, তিনি যদি বেঁচে থাকতে চান তবে তাদের সাথে শারীরিক সম্পর্ক রাখতে হবে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই নির্যাতিতাকে বলতে শোনা যায়, এ কেমন বিচার! এ কেমন পশ্চিমবঙ্গ! আমরা মেয়েরা প্রতিদিন নানাভাবে শোষিত, নির্যাতিত হয়ে চলেছি। কিন্তু তাও কোনও বিচার নেই! এরপরই ওই মহিলা বলেন, আমার শুধু একটাই আবেদন! আমাদের মেয়েদের উপর নিত্যদিন যা হয়ে চলেছে তার বিচার চাই। আমরা স্বাধীনভাবে থাকতে চাই। এরা দিনের পর দিন যা খুশি করে যাচ্ছে কোনও বিচার নেই। এদিন এমন স্বরেই কার্যত গোটা শাসনব্যবস্থার দিকে আঙুল তুলে নিজের জন্য আওয়াজ তুলেছিলেন ওই নির্যাতিতা।
অবশ্যই পড়ুন: হঠাৎ সিদ্ধান্ত বদল, একাধিক পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প! রইল তালিকা
রিপোর্ট অনুযায়ী, বর্ধমান শহরের বুকে একেবারে তৃণমূল কার্যালয় সংলগ্ন অফিসেই ওই মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত আলী, সোনা এবং বিকি তিনজনই তৃণমূল কংগ্রেসের কর্মী। এদিকে গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বর্ধমানের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, ধৃতদের আজই বর্ধমান আদালতে তোলা হবে।