সৌভিক মুখার্জী, কলকাতা: সন্তানহীন মহিলাকে গর্ভবতী করতে পারলেই দেওয়া হবে ১০ লক্ষ টাকা পুরস্কার। শুনতে অবাক লাগলেও এই ভয়ংকর প্রলোভনের ফাঁদেই পড়েছে বহু পুরুষ যা আসলে একটি সাইবার প্রতারণার চক্র। শেষমেশ বিহারের নবাদা সাইবার পুলিশের হাতে ধরা পড়ল অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব (All India Pregnant Job) কেলেঙ্কারির মূল অভিযুক্ত।
কী ছিল এই অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব?
আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন বিজ্ঞাপনে অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব, প্লেবয় সার্ভিস, চিপ লোন সার্ভিস এই ধরনের নাম ব্যবহার করে পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। আর প্রতারণাকারীরা মূলত বলত যে, সন্তানহীন মহিলাদেরকে গর্ভবতী করতে পারলেই পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা নগদ দেওয়া হবে। এমনকি ব্যর্থ হলেও নাকি অর্ধেক টাকা দেওয়া হবে।
আর ফেসবুক, হোয়াটসঅ্যাপের এই সমস্ত ভুয়ো বিজ্ঞাপন, আকর্ষণীয় নারী মডেলের ছবি দেখে লোভে পড়ত পুরুষরা। সেই কারণে বিনামূল্যে শারীরিক সম্পর্ক ও বড় অংকের টাকার প্রতিশ্রুতি পাওয়াতে লেখাতে শুরু করে নাম। তবে পরে রেজিস্ট্রেশন ফি, হোটেল চার্জ, সার্ভিস চার্জ ইত্যাদির নাম করে আদায় করা হয় টাকা। বারবার নতুন অজুহাতেই পুরুষদের কাছ থেকে অর্থ দাবি করা হতো। আর বহু মানুষ লজ্জা ও সামাজিক ভয়ের কারণেই অভিযোগ করত না।
আরও পড়ুন: নিজে খেতে পাননা, অথচ গরিবদের ৫০০ কম্বল বিতরণ করলেন ভিখারি রাজু
পুলিশের জালে প্রতারক
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নবাদা সাইবার পুলিশের বিশেষ তদন্তকারী দল এই প্রতারণা চক্রের মূল অভিযুক্ত রঞ্জন কুমারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এমনকি এক নাবালককেও আটক করা হয়েছে। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণায় ব্যবহৃত চারটি ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা ও আইটি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড়ের ঘোষণা হতে পারে বাজেটে
বলার বিষয়, নবাদা জেলায় আগেই এই ধরনের সাইবার প্রতারণার ঘটনা সামনে এসেছে। আর প্রতিবারই যৌন প্রলোভন থেকে শুরু করে সহজ টাকা ও চাকরির লোভ দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হয়েছিল। এদিকে সাইবার থানার ইনচার্জ ও ডেপুটি এসপি নিশু মল্লিক সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক বা অতিরিক্ত লোভনীয় কোনও অফার দেখলে মোটেও বিশ্বাস করবেন না। আর সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশের কাছে জানান।