প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পরেই রাজ্যের প্রায় সকল স্তরের মানুষের জন্যই নানান উদ্যোগ নিয়ে চলেছেন। গত মঙ্গলবার অর্থাৎ ২ ডিসেম্বর রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে নানাবিধ উন্নয়ন যজ্ঞে সরকার কীভাবে এগিয়ে চলেছে তার খতিয়ান তুলে ধরা হয়েছিল এই উন্নয়নের পাঁচালিতে। এবার মালদায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মালদার গাজোলে জনসভা মমতার
সামনের বছরই রাজ্যে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই জনসাধারণের আগ্রহ বাড়াতে বিভিন্ন জায়গায় জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বুধবার, মালদার গাজোলে বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই এবার বাংলার মহিলাদের উদ্দেশে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় পদক্ষেপ নিলেন মমতা। তিনি বলেন, “ বাংলায় প্রায় ২ কোটি ২১ লক্ষ মা-বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত এক এক জন মহিলারা ৬০ হাজার টাকা পেয়েছেন। পাশাপাশি তপশিলি উপজাতি মহিলারা বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত ৭০ হাজার টাকা করে পেয়েছেন।”
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী বললেন মমতা?
মালদার গাজোলে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও মতামত প্রেরণ করেন। তিনি বলেন, “অন্যান্য রাজ্যে ভোট প্রচারের সময় এমন সুযোগ-সুবিধা দেওয়া হয়। অর্থাৎ ভোট পাওয়ার লোভে জনসাধারণকে সাহায্য করা হয়। কিন্তু আমরা নির্বাচন নিয়ে রাজনীতি করি না। তাই আমরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে দেব। এমনকি পরে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোন রকম দরখাস্তের প্রয়োজন হবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।” এছাড়াও এদিন সভা থেকে নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন মমতা। তিনি জানান, তাড়াহুড়ো করে এসআইআর চালু করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি ওয়াকফ আইন নিয়েও সকলকে অভয় দিয়ে মমতা জানান, কারও সম্পত্তিতে হাত দিতে দেওয়া হবে না।
আরও পড়ুন: বড় ধাক্কা রাজ্য সরকারকে! ১৬০০ সুপার নিউমেরারি পোস্ট বাতিল করল হাইকোর্ট
প্রসঙ্গত, বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে আজ অর্থাৎ বৃহস্পতিবার, মুর্শিদাবাদে সভা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১টা নাগাদ বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভা শুরু হয়েছে। সেখানে একাধিক প্রকল্প উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দিয়েছিলেন, পাশাপাশি বাংলায় কেন্দ্রীয় বঞ্চনা নিউ একাধিক অভিযোগ তুলেছিলেন। এছাড়াও বহরমপুরের জনসভা থেকে মমতা ঘোষণা করেছেন যে সাগরদিঘির নতুন ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। পাশাপাশি এসআইআর আবহে যে ৪০ জন মারা গিয়েছেন, তাঁদের দু’লক্ষ টাকা দেবে রাজ্য। এবং যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, তাঁদেরও এক লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে।