মহিলাদের স্বনির্ভর করতে ভোটের আগেই বড় পদক্ষেপের পথে নবান্ন

nabanna

সহেলি মিত্র, কলকাতাঃ বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। আর এই ভোটের আগে বিভিন্ন বিষয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছে নবান্ন (Nabanna)। স্বর্নিভর গোষ্ঠীগুলি যাতে সহজেই লোন পেয়ে যায় সেই ব্যবস্থা করছে নবান্ন। এর জেরে বহু মানুষ লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। আপনিও যদি কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।

স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বিশেষ উদ্যোগ নবান্নের

গ্রামে থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে যাতে সহজেই ঋণের টাকা এসে পৌঁছায় সেজন্য জোরকদমে কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, দ্রুত ঋণ পৌঁছে দিতে প্রশাসন ও বিভিন্ন ব্যাঙ্ক একযোগে কাজ শুরু করেছে। প্রশাসন সূত্রে খবর, এই পদক্ষেপের লক্ষ্য রাজনৈতিক নয়, বরং গ্রামীণ মহিলাদের আর্থিক সক্ষমতা ও কর্মসংস্থান আরও প্রসারিত করা। যদিও রাজনৈতিক মহল দাবি করছে, যেহেতু সামনেই বিধানসভা ভোট, সেজন্য এই তৎপরতা দেখাচ্ছে নবান্ন, এই তৎপরতার লক্ষ্য ভোট ব্যাঙ্কে আরও বেশি বেশি ভোট।

সম্প্রতি রাজ্য সরকার ও স্টেট লেভেল ব্যাঙ্কার্স সাব-কমিটির যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক একটি পর্যালোচনাসভা আয়োজিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধি, জেলা প্রশাসনের আধিকারিক এবং স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত বিভাগের কর্তারা। সূত্রের খবর, এই হাইভোল্টেজ আলোচনায় উঠে এসেছে, রাজ্যের বিভিন্ন জেলায় স্বনির্ভর গোষ্ঠীর ঋণ সংযোগ কর্মসূচি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেলেও কিছু জেলায় এখনও গতি আনতে হবে।

হাইভোল্টেজ বৈঠকে প্রশাসন

এই বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়, যে আগামী দিনে ব্যাঙ্কগুলির সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় তৈরি করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দ্রুত ও সহজে ঋণপ্রদান নিশ্চিত করা। পাশাপাশি, ঋণপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে বিশেষ পরিকাঠামো গড়ে তোলার কথাও ভাবা হচ্ছে। এখন এটাই দেখার সরকারের এহেন উদ্যোগের ফলে ভোট ব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে।

Leave a Comment