মহিলার ছবি AI দিয়ে বিকৃত করে পোস্ট! কোন্নগরের ব্যবসায়ীকে অর্ধনগ্ন করে পেটাল মহিলারা

Konnagar

প্রীতি পোদ্দার, কোন্নগর: বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের দৈনন্দিন জীবনে আরও বেশি জড়িয়ে পড়ছে। যে কোনো কাজকে আরও উন্নত করার ক্ষেত্রে এআই বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। কিন্তু এটাই এবার অন্য কারোর জীবনে অভিশাপ হিসেবে নেমে আসছে। সম্প্রতি কোন্নগরে (Konnagar) এমনই অভিযোগ উঠল। সকলের ছবি না-বলে ক্যামেরাবন্দি করে পর প্রযুক্তি ব্যবহার করে সেগুলোকে বিকৃত করার অভিযোগ উঠল এক দোকানদারের বিরুদ্ধে। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই এবার হুলস্থুল কাণ্ড কোন্নগরে।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, হুগলির কোন্নগরের কানাইপুর বাসাই অটোস্ট্যান্ড এলাকায় একটু ছোট্ট মুদিখানার দোকান রয়েছে অভিযুক্ত দোকানদারের। মুদিদোকানের পাশাপাশি সে ফটোকপিও করেন। তাই চত্বরে কাস্টমারদের যাতায়াত লেগেই থাকত, সেখানে মহিলারাও যেতেন। অভিযোগ, দোকানে যত মহিলা যেতেন, গোপনে তাঁদের ছবি তুলে রাখতেন ওই দোকানি। পরে সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিকৃত করে পোস্ট করতেন সমাজমাধ্যমে। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই গতকাল অর্থাৎ রবিবার উত্তেজনা তুমুল আকার ধারণ করে।

জুতোপেটা করা হয় দোকানদারকে

জানা গিয়েছে, এই অসামাজিক কাজের জন্য ক্ষুব্ধ জনতা দোকানদারকে রীতিমত জুতোপেটা করতে থাকে। পরে জামা কাপড় খুলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অভিযুক্তকে তড়িঘড়ি আটক করে কানাইপুর ফাঁড়ির পুলিশ। এর পরে শাস্তির দাবি জানিয়ে পুলিশ, ফাঁড়ির সামনে একত্রিত হয়েছিল এলাকার লোকজন। ইতিমধ্যেই অভিযুক্তের মোবাইল, ল্যাপটপ থেকে প্রচুর আধার কার্ডের ছবি পাওয়া গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যা শম্পা চক্রবর্তী বলেন, ‘‘এই ছেলেটার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আছে। প্রচুর মেয়ের ছবি তুলে এ সব করেছে। পুলিশ-প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।’’ চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন: বাংলার ৪৪ কেন্দ্রের ভোটার মায়ারানির! কোড স্ক্যান করতেই মাথায় হাত BLO-র

উল্লেখ্য, এই ঘটনার জেরে এলাকায় মেয়েদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এলাকার এক যুবতী জানিয়েছেন, “এই দোকানদার আমার ছোটবেলার সহপাঠী। ও আমার এক বান্ধবীর ছবি তুলে সেটা বিকৃত করে ভিডিয়ো বানিয়েছে। ওর সাত-আটটা ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেগুলো থেকে শিশু থেকে বয়স্কাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়ে পোস্ট করেছে! আমি চাই ওঁর কঠিন থেকে কঠিনতর সাজা হোক।’’

Leave a Comment