সহেলি মিত্র, কলকাতাঃ কর্মরত মহিলাদের জন্য রইল দারুণ এক সুখবর। আর ঋতুচক্র চলাকালীন অফিসে কাজ করার দরকার নেই। এর কারণ এবার রাজ্য সরকারের তরফে এবার থেকে মহিলাদের ‘পিরিয়ড লিভ’ (Menstrual Leave) দেওয়া হবে। এখানে জানিয়ে রাখা দরকার, এই ছুটির জন্য কোনও বেতন কাটা হবে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে কর্ণাটক সরকার মহিলাদের এই ‘বিশেষ’ সময়ের কথা ভেবে যুগান্তকারী সিদ্ধান্তটি নিয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
এবার মহিলারা পাবেন ১২টি ‘পিরিয়ড লিভ’
রিপোর্ট অনুযায়ী, কর্ণাটক সরকার সরকারি খাতে কর্মরত মহিলা কর্মীদের জন্য প্রতি মাসে একদিন ঋতুকালীন ছুটির নির্দেশ দিয়েছে। এই ছুটির জন্য তাদের বেতন কাটা হবে না। সরকার স্থায়ী, চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিং চাকরিতে কর্মরত ১৮ থেকে ৫২ বছর বয়সী মহিলাদের জন্য একদিন ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আদেশ জারি করেছে। রাজ্য সরকারে কর্মরত হাজার হাজার মহিলা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।
এই আদেশটি ফ্যাক্টরিজ অ্যাক্ট (১৯৪৮), কর্ণাটক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান (১৯৬১), প্ল্যান্টেশন লেবার (১৯৫১), বিড়ি ও সিগার শ্রমিক (কর্মসংস্থানের শর্তাবলী) এবং মোটর পরিবহন শ্রমিক (১৯৬১) আইনের অধীনে নিবন্ধিত সমস্ত শিল্প ও প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। ২ ডিসেম্বর, সরকার রাজ্যের মহিলা সরকারি কর্মচারীদের প্রতি মাসে একদিন ঋতুকালীন ছুটি পাওয়ার নির্দেশ দেয়, যা অবিলম্বে কার্যকর হবে। সরকারের এই নির্দেশিকা অনুসারে, ১৮ থেকে ৫২ বছর বয়সী মহিলা সরকারি কর্মচারীরা এই ছুটির সুবিধা গ্রহণের যোগ্য।