মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন শ্রেয়া, ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ১০০ টাকা থেকেই

ICC Womens World Cup 2025 opening ceremony and ticket starting price details

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (ICC Womens World Cup 2025)। প্রথম আসরেই মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কার নারী বাহিনী। তবে তার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর সেখানেই নিজের সুরের জাদুতে ক্রিকেটপ্রেমীদের মন চুরি করবেন ভারতের স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল। ICC-র তরফে ইতিমধ্যেই শ্রেয়ার উপস্থিতির কথা ঘোষণা করা হয়েছে।

শ্রেয়া ছাড়া আর কোন মহারথী থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে?

আগামী 30 সেপ্টেম্বর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গুয়াহাটির মঞ্চে শ্রেয়া ঘোষাল ছাড়া আর কোন মহারথী উপস্থিত থাকবেন সে কথা এখনও পর্যন্ত সরকারিভাবে প্রকাশ্যে আনেন ICC। তবে, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দ্বিতীয় কোনও শিল্পীর নাম প্রকাশ না করলেও ক্রিকেট ভক্তদের বিরাট সুখবর দিয়েছে ICC। আসলে বৃহস্পতিবার, শ্রেয়া ঘোষালের নাম ঘোষণার পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রির বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

 

বিশ্বকাপের টিকিটের দামে রেকর্ড করল ICC

আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম দামে এবছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি করছে ICC। চলতি মাসেই যেহেতু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি শুরু হচ্ছে তাই ইতিমধ্যেই টিকিট বিক্রিও শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটি। জানা যাচ্ছে, দ্বিতীয় ধাপে গ্রুপ পর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর থেকে। তবে সবচেয়ে অবাক করা বিষয়, এবছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে 100 টাকা। মূলত সে কারণেই ক্রিকেট ভক্তদের অনেকের দাবি, টিকিটের ন্যূনতম মূল্যের দিক থেকে এবছর রেকর্ড করেছে ICC।

টিকিটের মূল্য কম রাখার কারণ

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের মূল্য কম রাখার অন্যতম কারণ স্টেডিয়ামে দর্শক টানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আসলে চাইছে, অল্প দামে টিকিট ছেড়ে প্রচুর পরিমাণ দর্শক স্টেডিয়ামে নিয়ে আসতে। যারা মহিলা ক্রিকেটের হয়ে গলা ফাটাবেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, মহিলা বিশ্বকাপের জনপ্রিয়তা বাড়াতেই টিকিটের মূল্য কম রাখার সিদ্ধান্ত নিয়েছে ICC।

অবশ্যই পড়ুন: দুবাইতে কাজে গিয়ে মিলল যখের ধন! ৩৫ কোটির লটারি পেয়ে ভারতে ফিরছেন সন্দীপ

প্রসঙ্গত, সম্প্রতি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের সাথে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপকেও বিশ্বের দরবারে তুলে ধরতে এবং নারীদের আরও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে এবছর পুরুষদের বিশ্বকাপের তুলনায় মহিলাদের বিশ্বকাপে পুরস্কার মূল্য বেশি রাখা হয়েছে। ICC-র সিদ্ধান্ত অনুযায়ী, এবছর মহিলাদের বিশ্বকাপে যে দল জিতবে সেই চ্যাম্পিয়ন টিমকে পুরস্কার মূল্য হিসেবে 122 কোটি টাকা দেওয়া হবে। যা গত 2023 পুরুষদের বিশ্বকাপের জয়ী দল অস্ট্রেলিয়ার মোট পুরস্কার মূল্যের থেকে 34 কোটি টাকা বেশি।

Leave a Comment