সৌভিক মুখার্জী, কলকাতা: সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ নভেম্বর, বুধবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। মহিলা BLO-র আত্মহত্যা, নতুন এসি লোকাল, জঙ্গি ডাক্তারের উপর হামলা, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ৮ বছর পর শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ
টানা ৮ বছর পর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩,৪২১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তবে চাকরি প্রার্থীরা দাবি করছে, শূন্যপদ অনেকটাই কম। আজ ১৯ নভেম্বর থেকেই টেট উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারছে। এমনকি মোট ৫০ নম্বরের মধ্যে পরীক্ষা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেট, অতিরিক্ত কার্যকলাপ ও সাক্ষাৎকারের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়
নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিরাট মোড়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে এবার বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত অক্টোবর মাসে সিবিআই চার্জসিট জমা দিলে অনুমোদন না থাকার কারণে প্রক্রিয়া আটকে ছিল। সরকারি পদে থাকায় এই অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি মানিক ও রত্নার বিরুদ্ধে ওএমআর শিট দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) শিয়ালদা ডিভিশনে নতুন এসি লোকাল
শিয়ালদা ডিভিসনে এবার শিয়ালদা-কল্যানী রুটে নতুন এসি লোকাল চালু হয়েছে। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে। শিয়ালদা থেকে বিকাল ৩ঃ১০ মিনিটে ছেড়ে ৪ঃ৩২ মিনিটে কল্যাণী পৌঁছাবে। আর ফেরত পথে ৫ঃ০২ মিনিটে কল্যাণী থেকে ছেড়ে ৬ঃ২০ মিনিটে শিয়ালদাতে পৌঁছাবে। যাত্রাপথে মোট ৯টি স্টেশনে ট্রেনটি থামবে। বলাবাহুল্য, শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল এখন রবিবার দিনও চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) মালবাজারে আত্মহত্যা করলেন মহিলা বিএলও
মালবাজারে ৪৮ বছরের বিএলও শান্তিমুনি এক্কাকে বাড়ির উঠানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবার দাবি করছি, এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। অঙ্গনওয়াড়ি কর্মী হওয়া সত্ত্বেও বাংলায় পড়ালেখায় তিনি দুর্বল ছিলেন। তবুও তাকে এনুমারেশনের কাজ করতে বাধ্য করা হয়েছিল। পরিবার জানিয়েছে, বিডিও-কে জানালেও কোনওরকম সুরহা মেলেনি। ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী বুলু চিক নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) হৃদরোগীদের জন্য বিরাট উদ্যোগ যোগী সরকারের
উত্তরপ্রদেশের যোগী সরকার এবার হৃদরোগীদের জন্য বিরাট উদ্যোগ নিলেন। এখন থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে হার্ট অ্যাটাকের রোগীদের বিনামূল্যে ৪০ হাজার টাকার ইঞ্জেকশন দেওয়া হবে। আগে এটি কেবলমাত্র নির্বাচিত হাসপাতালেই দেওয়া হতো। তবে এবার থেকে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে এই ইনজেকশন বরাদ্দ করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যেই তা দেওয়া হবে। আগামী মাসের মধ্যে সব স্বাস্থ্য কেন্দ্রে তা মজুদ করা হবে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) গুজরাটে জেলের মধ্যেই প্রাণঘাতী হামলা জঙ্গি ডাক্তারের উপর
গুজরাটের সবরমতী হাই সিকিউরিটি জেলে লালকেল্লা বিস্ফোরণ এবং রাইসিন গণহত্যা ষড়যন্ত্রে এবার ধৃত চিকিৎসক জঙ্গি মহিউদ্দিন সইদকে তিন বন্দি বেধড়ক মারধর করেছে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও এই হামলায় এবার নড়েচড়ে বসেছে জেল প্রশাসন। আহত সইদের জেলের মধ্যেই চিকিৎসা চলছে। তবে তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হামলাকারী তিন বন্দির বিরুদ্ধে নতুন এফআইআর করা হয়েছে। আর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) শিয়ালদা ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন
শিয়ালদা ডিভিশনের মেরামতের কাজের জন্য আগামী ১৯ এবং ২০ নভেম্বর ট্রেন পরিষেবা তিন ঘন্টা ৪৫ মিনিট বন্ধ থাকবে। ফলে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, শিয়ালদা-ডানকুনি, ডানকুনি-শিয়ালদা, শিয়ালদা-নৈহাটি এবং নৈহাটি=শিয়ালদা লোকাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল থাকবে। তবে কিছু ট্রেন ব্যারাকপুর পর্যন্ত চলবে এবং বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস ৯০ মিনিট দেরিতে চলবে বলে রিপোর্ট অনুযায়ী খবর। এছাড়া লালগোলা প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে ছাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) অযোগ্যদের নাম নিয়ে এসএসসি-কে নির্দেশ দিল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ মামলায় বিরাট নির্দেশ দিল। অযোগ্য প্রার্থী নীতিশরঞ্জন বর্মনকে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি অমৃতা সিংহা সুপ্রিম কোর্টের নির্দেশকে স্মরণ করিয়ে বলেছেন, দাগী বা অযোগ্য প্রার্থী কোনওভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এমনকি কমিশন দাবি করছে, নীতিশরঞ্জন বিশেষভাবে সক্ষ।ম পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, এসএসসি-কে নতুন অযোগ্য তালিকায় প্রতিটি প্রার্থীর নামের পাশে তথ্য উল্লেখ করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) শর্তসাপেক্ষে জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ইডির মামলায় আগেই জামিন পাওয়া কল্যানময় সিবিআই মামলায় জামিন চেয়েছিলেন। আজ কলকাতা হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করেছে এবং জানিয়েছে, সিবিআই এর তরফে আরও দুজনের সাক্ষী বাকি থাকলেও জামিন আটকানোর কোনওরকম কারণ নেই। যদিও এখনো তদন্ত চলছে। তবে তার জেলমুক্তি এখন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বাংলাদেশে বন্ধ মোবাইল ফোন বিক্রি
বাংলাদেশে সাময়িকভাবে মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদেই তাদের এই পদক্ষেপ। ১৯ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্যবসায়ীরা জানিয়েছে, পিয়াসকে মিরপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশরা তুলে নিয়ে গিয়েছে এবং তার ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অ্যাসোসিয়েশন দাবি করছে, পিয়াসকে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে। নাহলে আরও বড় আন্দোলনের পথে হাঁটা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন