সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন পেট্রোলের দাম আকাশ ছুঁচ্ছে। তাই এখন সাধারণ মানুষ এমন মোটরসাইকেল খুঁজছে, যা কম খরচে বেশি মাইলেজ (High Mileage Bike) দেবে। হ্যাঁ, যদি আপনার বাজেট 90,000 টাকার মধ্যে হয় এবং নির্ভরযোগ্য কোনো বাইক খোঁজেন, তাহলে আজকের প্রতিবেদনে বেশ কিছু ভালো অপশনের কথা জানিয়ে দেব। আমরা আজ চারটি জনপ্রিয় 110cc নীচে বাইকের কথা বলব, যেগুলি শুধুমাত্র সাশ্রয়ী নয়, মাইলেজের দিক থেকেও দিচ্ছে চমক।
TVS Sport
এই তালিকার প্রথমে রয়েছে TVS Sport। বাইকটিতে রয়েছে একটি 109.7cc ইঞ্জিন, রয়েছে 4-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং এই বাইকটি 80 কিলোমিটার প্রতি লিটার পেট্রোলে মাইলেজ দেয় বলে দাবি করা হচ্ছে। এই বাইকটির এক্স-শোরুম প্রাইস মাত্র 66,318 টাকা। এই বাইকটি মূলত অফিসগামী বা নিয়মিত যাতায়াতকারীদের জন্য একেবারে সেরা বিকল্প।
TVS Star City Plus
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে TVS Star City Plus। এই বাইকটিতে রয়েছে একটি 109.7cc ইঞ্জিন। দাবি করা হচ্ছে, এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 70 কিলোমিটার মাইলেজ দেয়। বাইকটির ওজন মাত্র 115 কেজি। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 74,808 টাকা। এই বাইকটির ডিজাইন একেবারে শহুরে রাইডারদের জন্য বেশ মানানসই। হালকা ওজন ও আরামদায়ক রাইড কোয়ালিটির জন্য এটিও সেরা বিকল্প।
TVS Radeon
তালিকার তৃতীয় স্থানে রয়েছে TVS Radeon। এই বাইকটিতেও রয়েছে একটি 109.7cc ইঞ্জিন। দাবি করা হচ্ছে, এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 62 কিলোমিটার মাইলেজ দেয়। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 75,607 টাকা থেকে। লং রাইডে যেতে চাইলে এই বাইক একেবারে সেরা বিকল্প।
আরও পড়ুনঃ ফের বাঙালি অত্যাচার ওড়িশায়! রাতভর বেধড়ক মারধর মুর্শিদাবাদের ৮ পরিযায়ী শ্রমিককে
Honda Livo
তালিকার চতুর্থ স্থানে রয়েছে Honda Livo। এই বাইকটিতে রয়েছে একটি 109.51cc ইঞ্জিন এবং এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার মাইলেজ দেয়। বাইকটির ওজন মাত্র 112 কেজি। এর দাম শুরু হচ্ছে 84,876 টাকা থেকে। হোন্ডার ব্র্যান্ড ভ্যালু আর টেকশই ইঞ্জিনের কারণে এটিরও আলাদা ফ্যান বেস রয়েছে। একটু দামি হলেও নির্ভরযোগ্যতা আর লং-টার্ম পারফরম্যান্সের জন্য এটি সেরা বিকল্প, তা বলা চলে।