মাছ ধরতে যাওয়াই হল কাল, নলহাটিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা!

Birbhum

প্রীতি পোদ্দার, বীরভূম: সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে এখনও বেশ উদ্বিগ্ন প্রশাসন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে চারিদিকে। কিছুদিন আগে দুর্গাপুরের ধর্ষণ কাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছিল, যা নিয়ে এখনও চলছে তদন্ত, এমতাবস্থায় ফের ধর্ষণের অভিযোগ উঠল বীরভূমের (Birbhum) নলহাটিতে। জানা গিয়েছে জোর করে স্থানীয় এক যুবক আদিবাসী নাবালিকাকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতেই, নির্যাতিতা হাতে কামড় দিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসে।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি এলাকার বানিওর গ্রাম পঞ্চায়েতের খয়েরপুনি গ্রামে। গত শুক্রবার, বিকেলে ১২ বছরের এক আদিবাসী নাবালিকা, গ্রামের একটি জলাধার থেকে মাছ এবং কাঁকড়া ধরতে যায়। সেই সময় আসে পাশে কেউ ছিল না তার সঙ্গে। সেই সুযোগে পাড়ার এক প্রতিবেশী যুবক মুশিবুল শেখ পিছন থেকে জাপটে ধরে নাবালিকাকে টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে নাবালিকা অভিযুক্তের হাতে কামড় দেয় এবং সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে প্রাণপণে পালিয়ে আসে।

শারীরিক নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ

আদিবাসী ওই নির্যাতিতা মেয়েটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের সমস্তটা বিস্তারিত বলে। এরপরই গতকাল অর্থাৎ শনিবার নির্যাতিতা পরিবারের তরফ থেকে নলহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে নলহাটি থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। ওইদিন বিকেলে আর কী কী হয়েছে তা জানার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। এদিকে গ্রামের মেয়ের সঙ্গে এইরূপ শারীরিক নির্যাতন করায় উত্তপ্ত গ্রামবাসী। চরম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: গ্রেফতার ৩৫০ কোটির চিটফাণ্ড কেলেঙ্কারির হোতা আসানসোলের TMC নেতা, উদ্ধার সোনা

উল্লেখ্য, কিছুদিন আগে আসানসোল পুরনিগমের কুলটি থানা এলাকায় জনজাতি সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগকে ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য পরিস্থিতি। অভিযোগ, নির্যাতিতার স্বামী জরুরী কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন, সেই সময় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। আর সেই সুযোগে বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে এক প্রতিবেশী যুবক। কোনো কিছু বোঝার আগেই গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে এবং শারীরিক নির্যাতন চালায় ওই যুবক। পরেরদিন সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভিযুক্তের বাড়িতে গিয়ে চড়াও হন তাঁরা। বেধড়ক মারধর করে উত্তেজিত গ্রামবাসী।

Leave a Comment