মাঝনদীতে ডুবল যাত্রীবোঝাই নৌকা, মৃত্যু ৮৬ জনের! বেশিরভাগই পড়ুয়া

Congo Boat Capsized 86 people died

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো কঙ্গো। দেশটির উত্তর-পশ্চিমাংশের এক নদীতে নৌকাডুবির ঘটনায় (Congo Boat Capsized) মৃত্যু হয়েছে কমপক্ষে 86 জনের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নিহতদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। বুধবারের এই নৌকাডুবির ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

কীভাবে ঘটল ওই মর্মান্তিক দুর্ঘটনা?

DW.Com এর রিপোর্ট অনুযায়ী, কঙ্গোর বাসানকুস সংলগ্ন এলাকার এক নদীতে ওই ভয়াবহ নৌকাডুবির ঘটনাটি ঘটে। জানা যায়, নৌকাটিতে বেশিরভাগ সংখ্যক যাত্রীই ছিলেন পড়ুয়া। প্রত্যেকে থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে ঠিক কী কারণে বা কীভাবে, নৌকাডুবির ঘটনাটি ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।

যদিও এপি-র প্রতিবেদন বলছে, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণেই রাতের অন্ধকারে ডুবে যায় নৌকাটি। তাছাড়াও কিছু বিশ্বস্ত সূত্রের দাবি, নৌকার চালক অতিরিক্ত সাওয়ারি তোলায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাল ছেড়ে দেন, এরপরই যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুব দেয় নৌকাটি।

অবশ্যই পড়ুন: রবিবার হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচ, তার আগেই চিন্তা বাড়ালেন দুই পাকিস্তানি তারকা

নৌকাডুবির ঘটনা এটাই প্রথম নয়

কঙ্গোর মতো দেশ থেকে প্রায়শই নৌকাডুবির খবর ভেসে আসে। এইতো চলতি বছরের এপ্রিলে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে প্রায় 150 জন যাত্রীর মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত 350 জন। যদিও মাঝনদীতে হঠাৎ নৌকায় আগুন লেগে যাওয়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও মাঝেমধ্যেই কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কাজের সন্ধানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া শ্রমিকদের নৌকাডুবির ঘটনায় মৃত্যুর খবর সামনে এসেছে।

Leave a Comment