মাঝরাতেই পাতা হয় ফাঁদ, মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ! আহত ১

Madhyamgram

প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যরাতে ভয়াবহ কান্ড মধ্যমগ্রামে! স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাইস্কুলের একেবারে গেটের সামনে ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা! গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান আহত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা।

ঘটনাটি কী?

নিউজ ১৮ বাংলার রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সূত্রে খবর, গতকাল অর্থাৎ রবিবার, ১৭ আগস্ট মধ্যমগ্রাম এলাকায় মধ্যরাতে মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে এবং জলকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্রমুক্ত মঞ্চে রাত ১ টা নাগাদ ঘটে গিয়েছে এক প্রবল বিস্ফোরণ। সেখানে একটি বেঞ্চে নাকি বসেছিলেন বছর ২৫ এর সচিদা নন্দ মিশ্রা। হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর তাতেই রীতিমত হতচকিত হয়ে পড়েন এলাকার মানুষ। ঘুম থেকে উঠেই ছুটে বেরিয়ে আসেন স্থানীয়দের কয়েকজন। বিস্ফোরণে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল টিম

বিস্ফোরণের রিপোর্টের ভিত্তিতে মুহূর্তের মধ্যেই এলাকা ঘেরাও করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এরপর ওই আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে ওই ব্যক্তিকে। এদিকে বোমা উদ্ধারের জন্য খবর দেওয়া হয়েছিল বম্ব ডিসপোজাল টিমে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কিছু জানানো যাচ্ছে না।

আরও পড়ুন: ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি! বাদ গেল না কলেজও, ঘটনাস্থলে বম স্কোয়াড

এদিকে পুলিশের তদন্তের সূত্রে অনুমান করা হচ্ছে যে বোমা বিস্ফোরণে আহত ওই ব্যক্তি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁর ব্যাগের মধ্যেই সেই বোমা রাখা ছিল। এছাড়াও পরে থাকা যুবকের ব্যাগ থেকে মোবাইলের চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামাকাপড় পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের ওই যুবক কেনই বা মধ্যরাতে ওই জায়গায় বসেছিলেন এবং কেনই বা তাঁর ব্যাগের মধ্যে বোমা রাখা ছিল এই গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এত বড় কাণ্ডে এদিকে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Comment