মাঝ আকাশে আগুন! শতাধিক যাত্রী নিয়ে ফের বিপদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

Air India flight catches fire in mid-air

সৌভিক মুখার্জী, কলকাতা: রবিবার সাত সকালে দিল্লি বিমানবন্দর থেকে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার AI-2913 ফ্লাইটটি (Air India Flight) টেক-অফের কয়েক মিনিটের মধ্যেই আতঙ্কে কেঁপে উঠল। হ্যাঁ, ফ্লাইটটির গন্তব্য ছিল মধ্যপ্রদেশের ইন্দোর। তবে মাঝে আকাশেই পাইলটরা দেখতে পায় বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুনের সংকেত।

হঠাৎ এরকম পরিস্থিতিতে পড়ে সঙ্গে সঙ্গে জরুরি পদক্ষেপ নেন তাঁরা। দ্রুত ওই ইঞ্জিনটিকে বন্ধ করে দেওয়া হয় এবং বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনও আকাশে ভেসে রয়েছে শতাধিক যাত্রী সহ ওই বিমানটি।

নিরাপদে অবতরণ করল ফ্লাইট

কয়েক মিনিটের মধ্যে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি আবারও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 31 আগস্ট সকালে দিল্লি থেকে ইন্দোরগামী AI-2913 ফ্লাইটটি মাঝ আকাশে ইঞ্জিনে আগুনের সংকেতের পর জরুরি অবস্থায় অবতরণ করে। সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছে। বিমানটিকে আপাতত পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, বিমানে দুটি ইঞ্জিন থাকে। ডানদিকের ইঞ্জিনে আগুন লাগলেও বামদিকের ইঞ্জিন ঠিকঠাক ভাবেই কাজ করছিল। সে কারণেই কিছুক্ষণ মাঝ আকাশে ভেসে থাকতে সক্ষম হয়েছিল বিমানটি। বিশেষজ্ঞরা মনে করছে, আগুন যদি ছড়িয়ে পড়ত বা অন্য ইঞ্জিনে সমস্যা দেখা দিত, তাহলে ভয়াবহ পরিণাম হত।

আরও পড়ুনঃ পুজোর মুখে ব্যান্ডেল কাটোয়া লাইনে টানা ৮ দিন বাতিল একজোড়া ট্রেন! বিজ্ঞপ্তি পূর্ব রেলের

উল্লেখ্য, ঠিক কিছুদিন আগেই গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় 242 জন যাত্রীর সহ পাইলট ও ক্রু সদস্যদের প্রাণহানি হয়। আর সে কারণেই বিমানের ভেতরে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে পাইলটদেড় তৎপরতায় শেষ পর্যন্ত সবাই নিরাপদে ফিরে আসে এবং অবতরণের পর যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

Leave a Comment