মাঝ রাস্তায় পোষ্যকে রেখে পালাল অমানবিক মালিক! ‘দত্তক’ নিয়ে নজির গড়লেন বিডিও

প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝরাস্তায় ছেড়ে চলে গিয়েছিল মালিক! চোখের সামনে হঠাৎ করে অজানা এলাকা দেখে ভয়ে গুটিয়ে গিয়েছিল এই চারপেয়, অবশেষে মানবিকতার খাতিরে সেই অবলা চারপেয়কে সন্তান হিসেবে দত্তক নিল কাটোয়ার বিডিও অফিসার। তাঁর এই দয়া, সহানুভূতি এবং সততা নিয়ে খুব খুশি সকলে।

ঠিক কী ঘটেছে?

গত শুক্রবার, দুপুর যখন প্রায় ২ টো, সেই সময় পূর্ব বর্ধমানের ছয়মাইল বাসস্ট্যান্ড এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ। শুনশান এলাকায় হঠাৎ করেই তখন একটি চারচাকা গাড়ি এসে থামে বাস স্ট্যান্ডের কাছে। গাড়ির দরজা খুলে হঠাৎ করে এক অপরিচিত ব্যক্তি গাড়ি থেকে নেমে আসে তার ল্যাব্রাডার প্রজাতির এক পোষ্যকে নিয়ে।

এদিকে ওদিক তাকিয়ে দেখে তাকে কোনো এক জায়গায় ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গাড়িতে উঠে পড়ে, দ্রুত গতিতে হলদি রোড ধরে বেরিয়ে যায়। এদিকে মালিককে দেখতে না পেয়ে রীতিমত ঘাবড়ে যান এই সারমেয়টি।

চিকিৎসা করা হয় কুকুরটির!

এমন ভাবে রাস্তায় রাস্তায় কুকুরটিকে ঘুরতে দেখে আশেপাশের স্থানীয়রা পুলিশ বিভাগে কর্মরত এলাকায় এক অন্যতম পশুপ্রেমী বলে পরিচিত মুস্তাক শেখকে খবর দেয়। আর সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন মুস্তাক। তিনি ওই চারপেয়কে উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসার জন্য এক পশুচিকিৎসকে ডেকে আনেন। সেবা যত্ন করলেও মুস্তাক এই কুকুরটিকে নিজের কাছে রাখতে চান না।

কারণ হিসেবে জানান ঠিক ওইরকম দেখতে একই কুকুর কিছুদিন আগে মারা গিয়েছিল। তার শোক এখনও কেউ কাটিয়ে উঠতে পারেনি। এবার এটাকেও যদি বাড়িতে রাখার পর অঘটন হয় তাহলে খুবই ভেঙে পড়বে সকলে। তাই নিরুপায় হয়ে মুস্তাক শেখ প্রশাসনের কাছে সাহায্য চায়। জানা গিয়েছে তিনি কাটোয়ার বিডিওকে ফোন করে বিষয়টি জানান এবং কুকুরটির জন্য ব্যবস্থা করার অনুরোধ করেন। আর তাতেই রাজি হয়ে যান বিডিও।

আরও পড়ুন: শিল্প করিডরের জন্য ADB-র সঙ্গে চুক্তি, ৩৪৫৮ কোটির ঋণ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

দত্তক নেয় বিডিও অফিসার

কুকুরটিকে দত্তক নেওয়ার জন্য কাটোয়ার বিডিও দেবজিৎ দত্ত শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ছয় মাইল চলে আসেন। তারপর ওই ল্যাব্রাডারটিকে নিয়ে যান। আপাতত নিজের আবাসনেই রেখে দিয়েছেন তিনি। পরে তিনি সংবাদমাধ্যমে জানান,” যদি কখনও পোষ্যের মালিকের শুভবুদ্ধি হয় তাহলে তিনি আমার কাছে এসে নিয়ে যেতে পারেন। এই সরমেয়টি যেহেতু আলাদা সেক্ষেত্রে অন্যান্য পথসারমেয় আক্রমণ করতে পারে। তাই মানবিকতার খাতিরে ওকে আপাতত আমার কাছেই রেখে দিয়েছি।”

Leave a Comment