মাটির তলায় লুকিয়ে বিরলতম খনিজ ভান্ডার, ভারতের জন্য দরজা খুলে চিঠি বালুচিস্তানের

Balochistan

সৌভিক মুখার্জী, কলকাতা: আরব সাগরের উপকূলে বিস্তৃত দক্ষিণ এশিয়ার বেলুচিস্তান (Balochistan) যেমন ভূ-রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ, তেমনই এখানকার মাটির নীচে লুকিয়ে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ আর জ্বালানির ভান্ডার। আর এবার সেই ভান্ডারের সন্ধানেই ভারতের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন বিশিষ্ট বালোচ মানবাধিকার মীর ইয়ার বালোচ।

ভারতের দিকে হাত বাড়িয়ে দিল বেলুচিস্তান

সম্প্রতি মীর ইয়ার বালোচ একটি চিঠি লিখেছেন ভারতের জনগণ আর সরকারের সংস্থাগুলির উদ্দেশ্যে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, বিশ্বের দ্রুততম বিকাশমান গণতন্ত্র এবং প্রযুক্তির ক্ষেত্রে সুপার পাওয়ার হিসেবে ভারতই একমাত্র বেলুচিস্তানের নির্ভরযোগ্য উন্নয়নের সঙ্গী হয়ে দাঁড়াতে পারে।

তবে এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই তেলে-বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান প্রশাসন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর সেনাপ্রধান আসিম মুনিরের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ বেলুচিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকা হলেও বহুদিন ধরেই তারা স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

মাটির নীচে লুকিয়ে রয়েছে ধন-সম্পদ

এদিন মীর ইয়ার বালোচ জানিয়েছেন, বেলুচিস্তানেরর ভূমির নীচেই ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ লুকিয়ে রয়েছে। এর মধ্যে সোনা, তামা, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, লিথিয়াম সহ আরও বহু দামি দামি খনিজ থাকতে পারে। অথচ এই অঞ্চল বহু দশক ধরেই বঞ্চিত আর দখলদারী শাসনের শিকার হয়ে আসছে।

তিনি বলেছেন, স্বাধীন এবং সার্বভৌম বেলুচিস্তান গড়ে তোলার স্বপ্ন আমরা দিনের পর দিন দেখে আসছি। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই ভারতের মতো দেশগুলির অংশীদারিত্ব এখানে দরকার। আর সেজন্যই তাদের এই অনুরোধ।

ভারতীয়দের জন্য লক্ষ লক্ষ চাকরির সুযোগ

তবে ওই চিঠিতে মীর ইয়ার বালোচ আরো দাবি করেছেন, ভারতের দক্ষ শ্রমশক্তির জন্য এটি একেবারে সোনালী সুযোগ হয়ে দাঁড়াতে পারে। কারণ তিনি জানিয়েছেন, বেলুচিস্থানের উন্নয়ন পরিকল্পনায় ভারতীয়দের জন্য 30টির বেশি শিল্পকেন্দ্রে প্রায় 10 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। তালিকায়  রয়েছে—

  • অটোমোবাইল শিল্পে 40,000 চাকরি,
  • ডিফেন্স ও অস্ত্র নির্মাণ শিল্পে 5,000 চাকরি, 
  • রেলওয়ে ও ট্রেন ইন্ডাস্ট্রিতে 20,500 চাকরি,
  • ইভি ও ব্যাটারি শিল্পে 20,000 কর্মসংস্থান,
  • স্যাটেলাইট খাতে 2,000 চাকরি,
  • শিপ বিল্ডিং ও নেভাল ইকুইপমেন্টে 8,000 কর্মসংস্থান,
  • খনিজ ও রেয়ার আর্থ খনি শিল্পে 10,000 চাকরি,
  • তেল ও গ্যাস ফ্যাক্টরিতে 20,000 চাকরি এবং
  • নবায়নযোগ্য শক্তি খাতে 60,000 চাকরি।

আরও পড়ুনঃ ‘রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনও তথ্য নেই’, ট্রাম্পের দাবির মাঝে জানাল ভারত

তবে মীর ইয়ার বালোচ তার চিঠিতে আরো উল্লেখ করেছেন যে, বেলুচিস্তান শুধুমাত্র ভারতের জন্য বাণিজ্যিক সুযোগ নয়, বরং ভারতের জ্বালানি, সুরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারেও বিরাট পদক্ষেপ। তবে এই বার্তা কানে যেতেই পাকিস্তান প্রশাসন চাপের মুখে পড়েছে। কারণ ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে বেলুচিস্তানের উপর পাকিস্তানের দখলদারি হ্রাস পাবে বলেই মনে করছে ইসলামাবাদ। আর এই ইস্যুতেই আগামী দিনে হতে পারে বড়সড় দাঙ্গা।

Leave a Comment