মাঠেই গালিগালাজ শুরু করলেন ধোনি! মাহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহিত শর্মার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে লোকটাকে শান্ত স্বভাবের বলেই চিনে এসেছে গোটা ক্রিকেট মহল, এবার তাঁর বিরুদ্ধেই উঠল গালিগালাজ করার মতো গুরুতর অভিযোগ! প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মুখ খুলেছেন মহিত শর্মা (Mohit Sharma On MS Dhoni)। মোহিতের কথায়, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির একটি ম্যাচে মাঠের মধ্যেই সর্বসমক্ষে তাঁকে যা তা বলে অপমান করেছেন ধোনি।

মোহিত শর্মাকে গালাগালি দিয়েছেন ধোনি?

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি ভগবান। মাহি মাঠে নামলে ঝড় ওঠে স্টেডিয়ামে। ধোনি ধোনি করে গলা ফাটান সমর্থকরা। প্রথম থেকেই তাঁকে শান্ত স্বভাবের একজন ভদ্রলোক হিসেবেই চিনে এসেছে ক্রিকেট মহল। আজও মাহিকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে সেই চিত্রটা এক ফোঁটাও বদলায়নি। এহেন আবহে, মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে ভক্তদের মনোভাব এবং বাস্তব মাহির মধ্যে ফারাক দেখালেন ভারতীয় পেসার মোহিত শর্মা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার মোহিত শর্মা বলেন, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ম্যাচের কথা মনে আছে আজও। ওই ম্যাচে মাহি ভাই ঈশ্বর পান্ডেকে বল করার জন্য ডেকেছিলেন। সেই সময়ে, আমার মনে হয়েছিল হয়তো তিনি আমাকেই ডাকছেন। এরপরই রানাপে গিয়ে দৌড় শুরু করতেই মাহি ভাই চেঁচিয়ে বলে, ঈশ্বর বল করবে। ঈশ্বরকে চেঁচিয়ে ডাকতে শুরু করেন তিনি। ঠিক সেই সময় বাধা দেন আম্পায়ার। বলেন, আমি যেহেতু বল করতে শুরু করে দিয়েছি, তাই আমাকেই এই ওভারটা করতে হবে। এ কথা শুনেই একেবারে রেগে যান মাহি। রাগের বশে মাহি ভাই আমাকে যা তা বলতে শুরু করে।

বলা বাহুল্য, অপ্রত্যাশিতভাবে বল করতে এসে প্রথম বলেই উইকেট নেন মোহিত। খেলোয়াড় বলেন, প্রথম বলে ইউসুফ পাঠানকে আউট করেছিলাম। আমার সাফল্যে সবাই যখন উছ্বাস করছিল, তখন দেখি মাহি ভাই আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছে। তবে সেই সময়েও তাঁর মুখে একটা হাসি ছিল! ধোনি প্রসঙ্গে এদিন একেবারে খোলাখুলি কথা বললেও মোহিত শর্মা স্বীকার করে নিয়েছেন, মেজাজ হারিয়ে সতীর্থদের সাথে খুব একটা খারাপ ব্যবহার করেন না মাহি। শর্মার সংযোজন, তিনি যে রেগে যেতে পারেন এমনটা ভাবাই যায় না। তবে এটা ঠিক, মাহি রেগে গেলে সেটা যথেষ্ট ভয়ের!

 

অবশ্যই পড়ুন: বিদেশি ওষুধের উপর ২০০% শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প! মাথায় হাত আমেরিকানদের

প্রসঙ্গত, ভগবান সমতুল্য ক্রিকেটারকে নিয়ে মোহিত শর্মার এমন বক্তব্য একেবারেই মেনে নিতে পারছেন না ধোনি ভক্তদের একটা বড় অংশ। তাঁদের দাবি, আর যাই হোক সতীর্থকে গালিগালাজ করতেই পারেন না মাহি। ঠিক বিপরীত দিকে ধোনি ভক্তদের একাংশ বলছেন, ম্যাচ চলাকালীন নানান অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এমন অনেক সময় আসে, মেজাজ ঠিক রাখা যায় না। হয়তো প্রচন্ড রাগের কারণে মাহিও মেজাজ হারিয়ে ফেলেছিলেন।

Leave a Comment