সহেলি মিত্র, কলকাতা: একদিকে দেশ যখন ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করছে, তখন এক অনন্য দৃশ্য ছবি সকলের সামনে ধরা দিল। দেশের প্রতি অভিনব শ্রদ্ধা জানিয়ে নজির গড়লেন বাংলার কৃষকরা (Murshidabad Farmer)। এক কথায় বিরল দৃশ্য ফুটে উঠল। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কি হয়েছে তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
মাঠে কাজের ফাঁকে স্বাধীনতা দিবস পালন কৃষকদের
স্বাধীনতা দিবসে সামাজিক মাধ্যমে এমন বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনারও মন ভালো হয়ে যাবে। তেমনই এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনারও মন ভালো হয়ে যাবে। আর পাঁচটা দিনের এদিনও পাট কাটার কাজে ব্যস্ত ছিলেন কৃষকরা। এরপর সকলে মিলে দেশের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের। শুধুমাত্র তাই নয় পতাকা উত্তোলন করতে দেখা যায় তাদের।
দেশের প্রতি শ্রদ্ধা কাকে বলে তা যেন সাধারণ কৃষকরা আবারো প্রমাণ করে দিলেন। এক কৃষক জানান, ‘আমাদের টিম স্বাধীনতা দিবস পালন করল আজ।’ এদিন পতাকা উত্তোলনের পর সবাইকে লজেন্স দিয়ে মুখ মিষ্টি করতে দেখা গেল। এদিন তাদের প্রশ্ন করা হয় মাঠে কেন বাড়িতেও তো পতাকা উত্তোলন করতে পারতেন তারা। এই প্রশ্নের জবাবে এক কৃষক ভাই জানান, ‘আমরা মাঠের স্বাধীনতা দিবস পালন করে একটি বার্তা দিতে চাইলাম। যারা বাংলা ভাষা বা বাঙালিদের অপমান করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমরা মাঠের চাষী ভাই চাষবাস করেও দেশকে এতটা ভালোবাসি। দেশকে ভালোবেসে তাই আমরা চাষের মাঠেই স্বাধীনতা দিবস পালন করলাম। আমরা দেশকে ভুলিনি। ফলে কাজের মাধ্যমেই স্বাধীনতা দিবস উদযাপন করলাম।’
ভাইরাল ভিডিও
এই ভিডিও ফেসবুকে ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘কৃষক ভাইদের স্যালুট।’ অন্য আরেকজিন লিখেছেন, ‘এটা স্বাধীনতার প্রকৃত ছবি-প্রত্যেকটি কৃষক মজুরদের স্যালুট জানাই।’ অন্য আরেকজন লিখেছেন, ‘দেশের অর্থনীতির শিরদাঁড়া এরাই’।