বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 17তম এশিয়া কাপ টুর্নামেন্ট, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। আর তার আগেই ভারতীয় দলে সূর্য কুমার যাদবের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
কেননা, সম্প্রতি হার্নিয়া অপারেশন হয়েছে খেলোয়াড়ের। কাজেই, তিনি পুরোপুরি ফিট হয়ে এশিয়া কাপে নামতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশায় ছিলেন সূর্য ভক্তরা। এহেন আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ছবি। ছবিটির ক্যাপশনে দাবি করা হচ্ছে এশিয়া কাপের আগেই সূর্য কুমার একেবারে ব্যাট হাতে অনুশীলন নেমে পড়েছেন। আর তাতেই আনন্দে আত্মহারা ভক্তরা!
এশিয়া কাপে খেলবেন সূর্যকুমার?
চলতি আগস্টের তৃতীয় সপ্তাহেই এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে ভারত। এতদিন পর্যন্ত সেই দলে সূর্য কুমার যাদবের জায়গা হওয়াটা পুরোপুরি অসম্ভব না হলেও বেশ খানিকটা সংশয়েই ছিল। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি বদলে দিল গোটা চিত্র।
X হ্যান্ডেলে পোস্ট হওয়া ওই ছবিটি কিছুটা অস্বচ্ছ। ছবিটিতে দেখা যাচ্ছে একজন ব্যাটসম্যান ব্যাট হাতে উইকেটের সামনে দাঁড়িয়ে। ছবির ক্যাপশনে দাবি করা হচ্ছে, এশিয়া কাপের আগে ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়লেন সূর্য কুমার যাদব! এক কথায়, খেলোয়াড়ের হার্নিয়া অপারেশনের পরই তাঁর ব্যাট হাতে মাঠে ফেরার খবর ধরে প্রাণ এনেছে সূর্য ভক্তদের।
জানলে খুশি হবেন, সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন সূর্য কুমার। যেখানে তাঁকে জিমে ঘাম ঝরানোর পাশাপাশি ব্যাট হাতে অনুশীলন করতেও দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, আমি যা ভালবাসি তা করে দেখাতে মুখিয়ে, আর অপেক্ষা করতে পারছিনা! যেই দৃশ্য চাক্ষুস করার পরই আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে ভারতীয় ভক্ত সমর্থক মহলে! এক কথায়, ভিডিওটি দেখে বলাই যায়, আসন্ন এশিয়া কাপে খেলবেন স্কাই ( সিক্সার কিং)।
অবশ্যই পড়ুন: হঠাৎ বন্ধু পুতিনের সাথে কথা মোদির, চিন থেকেও এল বড় বার্তা! চাপ বাড়বে ট্রাম্পের
উল্লেখ্য, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। বহু অপেক্ষিত সেই আসরে ভারতের প্রথম ম্যাচ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। আগামী 10 সেপ্টেম্বর চেনা প্রতিপক্ষের মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর 14 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতেই পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। বল বাহুল্য, চলতি বছর এশিয়া কাপে অংশগ্রহণ করছে মোট 8টি দল। আর সেই মহারণের জন্যই একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন ক্রিকেট ভক্তরা।