সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে বিমানে করে কোথাও ভ্রমণের প্ল্যান করছেন? বিশেষ করে IndiGo বিমানে উঠবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আসলে এশিয়ার অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো মঙ্গলবার তাদের বার্ষিক ‘Monsoon Sale’-এর ঘোষণা করেছে। এবার আপনি মাত্র ১৪৯৯ টাকায় বিমান ভ্রমণের সুযোগ পাবেন।
Monsoon Sale-এর ঘোষণা ইন্ডিগো-র
দেশীয় বিমানের টিকিটের দাম এখন মাত্র ১,৪৯৯ টাকা। এছাড়া আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম ৪,৩৯৯ টাকা। সীমিত সময়ের এই সেলটিতে ইন্ডিগোর দেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের দ্বারা নির্বাচিত বিভিন্ন অ্যাড-অনের উপর বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। এই অফারটি এই বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণের জন্য ২৪ জুন থেকে ২৯ জুনের মধ্যে করা বুকিংয়ের জন্য প্রযোজ্য।
আরও পড়ুনঃ রোজ সকালে এই সময়ে মিলবে না পরিষেবা! কোটি কোটি গ্রাহককে জানাল SBI
গ্রাহকরা ১,৪৯৯ টাকায় ওয়ান ওয়ে ডোমেস্টিক ফ্লাইট এবং ৪,৩৯৯ টাকায় ওয়ান ওয়ে আন্তর্জাতিক ফ্লাইট বুক করতে পারবেন। অতিরিক্ত আরাম এবং অতিরিক্ত জায়গার জন্য, যাত্রীরা বুকিংয়ের সময় IndiGoStretch সুবিধাটি বেছে নিতে পারেন। ভাড়া ৯,৯৯৯ টাকা থেকে শুরু। যাত্রীরা ছাড়ের মূল্যে ফ্লাইট বেছে নিতে পারবেন এবং ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে অ্যাড-অন পরিষেবাও পেতে পারবেন।
উপকৃত হবেন যাত্রীরা
যাত্রীরা এখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রি-পেইড অতিরিক্ত ব্যাগেজের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তারা ১৫ কেজি, ২০ কেজি এবং ৩০ কেজি ব্যাগ ভাতার উপরও ছাড় পেতে পারেন। ইন্ডিগো “ফাস্ট ফরোয়ার্ড” পরিষেবাতেও ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে, যার মধ্যে অগ্রাধিকার চেক-ইন এবং নির্বাচিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে যেকোনো সময় বোর্ডিং অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে, নির্বাচিত ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলিতে স্ট্যান্ডার্ড আসনের বিকল্পগুলি মাত্র ৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলিতে জরুরি এক্সএল (অতিরিক্ত লেগরুম) আসনের দাম ৫০০ টাকা থেকে শুরু।