বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 1 টাকায় পাওয়া যাবে ব্রিটেন, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ মোট 15টি দেশের ভিসা। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এমনই পদক্ষেপ নিয়েছে অনলাইন ভিসা প্রক্রিয়াকরণ প্ল্যাটফর্ম Atlys। সংস্থাটি তাদের রিপোর্টে দাবি করেছে, ভারতীয়দের মাত্র 1 টাকার বিনিময়ে ভিসা প্রদান করবে তারা। যা দিয়ে 15টি দেশে ভ্রমণ করা যাবে। তবে শর্ত একটাই, মাত্র দু’দিনই পাওয়া যাবে এই অফার।
মাত্র দুই দিনই পাওয়া যাবে এই অফার
সংস্থাটি তাদের প্রতিবেদনে দাবি করেছে, মাত্র এক টাকার বিনিময়ে ব্রিটেন থেকে শুরু করে, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া সহ 15টি দেশে একেবারে নামমাত্র মূল্যে ভারতীয়দের ভ্রমণ করানোর দায়িত্ব নিয়েছে তারা।
মূলত সেই উদ্দেশ্যেই, আগামী 4 ও 5 আগস্ট, এই দুই দিন ভিসা সেল চালু রাখবে সংস্থাটি। আর এই সেলের আওতায় ভারতের ভ্রমণ প্রিয় মানুষজন মাত্র 1 টাকার নামমাত্র মূল্যে নিজের প্রাপ্য ভিসা পেয়ে যাবেন! বলা বাহুল্য, ভিসা সেলের মাধ্যমে ভারতীয়দের কাছে নামমাত্র মূল্যে ভিসা প্রদান করলেও, ভিসা তৈরির জন্য যাবতীয় সরকারি অর্থ নিজেদের কোষাগার থেকেই দেবে সংস্থাটি।
এই ভিসায় ঠিক কোন কোন দেশে ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা?
রিপোর্ট অনুযায়ী, Atlys নামমাত্র মূল্যে ভারতীয়দের যে ভিসা প্রদানের ব্যবস্থা করেছে, তা দিয়ে সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন বা যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশর, হংকং, ওমান, মরক্কো, কাতার, তাইওয়ান, কেনিয়ার মতো মোট 15টি জায়গায় ভ্রমণ করা যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আমেরিকার মতো দেশের ভিসা তৈরির ক্ষেত্রে যেখানে ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়, এবার সেই মার্কিন ভিসাও নাকি মাত্র 1 টাকাতেই দিচ্ছে এই সংস্থা।
অবশ্যই পড়ুন: প্রচুর সম্পত্তি, একাধিক সম্পর্ক! ফাঁস ধৃত বাংলাদেশি মডেল শান্তা পালের একাধিক ‘কীর্তি’
উল্লেখ্য, ইউরোপীয় কমিশন এবং কন্ডে নাস্ট ট্রাভেলারের একটি যৌথ প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র 2024 সালেই ভারতীয় আবেদনকারীরা ভিসার জন্য অন্তত 664 কোটি টাকা হারিয়েছেন। এক কথায়, ভিসা প্রত্যাখ্যানের কারণে এই বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে হয়েছিল স্বদেশীদের। মূলত সেই কারণেই, আর্থিক ক্ষতির ধারণা দূর করতেই মাত্র এক টাকায় ভিসা প্রকল্প চালু করেছে Atlys। ( সোর্স: India.Com)