মাত্র ১ টাকায় মিলবে ফ্লাইটের টিকিট, দারুণ অফার আনল IndiGo

Indigo

সহেলি মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই দারুণ অফার আনল ইন্ডিগো (IndiGo)। সম্প্রতি একের পর এক বিমান বাতিল সহ নানা ঘটনার জন্য শিরোনামে ছিল এই বিমান সংস্থাটি। তবে এবার ভালো কিছু অফারের জন্য নতুন করে সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে IndiGo। জানলে অবাক হবেন, মাত্র ১ টাকার বিনিময়ে বিমানে ওঠার মতো অফার দিচ্ছে সকলকে IndiGo। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

দারুণ অফার আনল IndiGo!

আসলে বিমান সংস্থাটি “Sail Into 2026” নামে একটি  অফার চালু করেছে। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটের টিকিটই খুব কম দামে পাওয়া যাচ্ছে। এর অর্থ হল দিল্লি থেকে মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া, এমনকি দুবাই, ব্যাংকক এবং সিঙ্গাপুরের মতো বিদেশী শহরগুলিতেও বিমান সংস্থাটি ভ্রমণ করা এখন অনেক সহজ এবং সস্তা হবে। ইন্ডিগো এই অফারটি সীমিত সময়ের জন্য দিচ্ছে।

আরও পড়ুনঃ মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে ৭৪%! সরকারি কর্মীদের জন্য ৮ পে কমিশন নিয়ে বড় আপডেট

এই ইন্ডিগো সেল অফারে, ডোমেস্টিক ফ্লাইটের জন্য One Way  টিকিটের দাম শুরু হচ্ছে ১,৪৯৯ টাকা থেকে। আন্তর্জাতিক ফ্লাইটের দাম শুরু হচ্ছে ৪,৪৯৯ টাকা থেকে। এছাড়াও, ইন্ডিগোর প্রিমিয়াম ক্যাটাগরি, ইন্ডিগো স্ট্রেচও এই সেলের অন্তর্ভুক্ত, নির্বাচিত অভ্যন্তরীণ রুটের টিকিটের দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। এই অফারটি বিশেষভাবে ২০২৬ সালের শুরুতে ভ্রমণের পরিকল্পনা করা ভ্রমণকারীদের জন্য। এই অফারের আওতায় টিকিট বুকিং ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে।

কতদিন অবধি চলবে সেল?

নিশ্চয়ই ভাবছেন কতদিন অবধি এরকম আকর্ষণীয় সেল চলবে? জানা গিয়েছে, অফারটি ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এই টিকিটের মেয়াদ থাকবে ২০ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। শর্ত হল টিকিট ভ্রমণের তারিখের কমপক্ষে সাত দিন আগে বুক করতে হবে। এই টিকিটগুলি ইন্ডিগোর ওয়েবসাইট, অ্যাপ এবং অন্যান্য বুকিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে। শুধু টিকিটই নয়, ইন্ডিগো বেশ কিছু অ্যাড-অন পরিষেবার উপরও ছাড় দিচ্ছে। নির্বাচিত 6E অ্যাড-অনগুলিতে ৭০% পর্যন্ত ছাড়, প্রি-পেইড অতিরিক্ত ব্যাগেজের উপর ৫০% পর্যন্ত ছাড় এবং আসন নির্বাচনের উপর ১৫% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, যারা আরও বেশি জায়গা চান তাদের জন্য, নির্বাচিত ডোমেস্টিক ফ্লাইটগুলিতে ৫০০ টাকা থেকে শুরু করে জরুরি XL আসন পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীত বিদায়ের দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

মাত্র ১ টাকায় ভ্রমণের সুযোগ দিচ্ছে IndiGo

এই সেলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল শিশুদের জন্য (০ থেকে ২৪ মাস) অফার। এই বয়সের শিশুরা মাত্র ১ টাকা ভাড়ায় ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ করতে পারবে। তবে, এই সুবিধাটি কেবল তখনই পাওয়া যাবে যদি ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করবেন। এই ইন্ডিগো সেলটি স্বল্পস্থায়ী, তবে এটি টিকিট এবং সুবিধাগুলিতে উল্লেখযোগ্য সাশ্রয় প্রদান করে। যারা আগে থেকে তাদের ভ্রমণের পরিকল্পনা করেন বা বাজেটে ভ্রমণ করতে চান, তাদের জন্য এই অফারটি খুবই উপকারী হিসেবে প্রমাণিত হতে পারে।

Leave a Comment