সহেলি মিত্র, কলকাতাঃ দেশে প্রতিদিন কয়েক কোটি মানুষ রোজ ট্রেনে যাতায়াত করেন। এদিনে এত বিশাল বড় রেল নেটওয়ার্ক পরিচালনা করা কিন্তু মুখের কথা নয়। এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলের ৭,৩৪৯টি স্টেশন রয়েছে। ভারতীয় রেল নেটওয়ার্ক বিশাল, ৭,৩৪৯টি স্টেশন সহ। এটি প্রতিদিন প্রায় ১৩,১৬৯টি যাত্রীবাহী ট্রেন এবং ৮,৪৭৯টি মালবাহী ট্রেন পরিচালনা করে, যা প্রতিদিন ২.৩ কোটি যাত্রীকে পরিষেবা দেয় এবং ৩০ লক্ষ টন পণ্য পরিবহন করে। যদিও হাজার হাজার স্টেশন রয়েছে, তাদের মধ্যে এমন একটি রেলস্টেশন রয়েছে যেটি কিনা ভারতের সবচেয়ে ছোট স্টেশন (India’s Smallest Station) হওয়ার গৌরব অর্জন করেছে। নিশ্চয়ই ভাবছেন কোন সেই স্টেশন?
ভারতের সবথেকে ছোট স্টেশন কোনটি?
ভারতে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি রয়েছে যা এমনকি প্রত্যন্ত অঞ্চলগুলিকেও সংযুক্ত করে। কিন্তু আপনি কি জানেন যে দেশের সবচেয়ে ছোট রেলওয়ে জংশনটি ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত? আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। আজ কথা হচ্ছে ভারতের সবথেকে রেলওয়ে স্টেশন ‘বাঁশপানি’ বা বনস্পানি নিয়ে যেটি কিনা ওড়িশার কেওনঝড় জেলায় অবস্থিত। বাঁশপানি জায়গা হিসেবে এখানকার স্টেশনটির নাম রাখা হয়েছে।
আরও পড়ুনঃ বিশবাঁও জলে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প! ভাবাদিঘিতে ফের বিক্ষোভের মুখে রেল
জানলে অবাক হবেন, এই বনস্পানি স্টেশন মাত্র ২০০ মিটার লম্বা। তবে স্টেশন ছোট হলে কী হবে, এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। তবে এও জানিয়ে রাখি, খুবই সীমিত ট্রেন দাঁড়ায় এই স্টেশনে। এই জায়গার ইউএসপি হল এখানকার খনিজ সম্পদ। এই অঞ্চলের সমৃদ্ধ খনিজ সম্পদের কারণে, খনিজ পরিবহনে, বিশেষ করে লৌহ আকরিক পরিবহনে স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খনিজ সম্পদে ভরপুর বনস্পানি
এখানে এমনি লোকাল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় বেশি মালবাহী ট্রেন চলাচল করে। এর কারণ এই অঞ্চলের খনিজ সম্পদ। অনেকেই হয়তো জানেন না যে, বাঁশপানি থেকে আসা মালবাহী ট্রেনগুলি সারা দেশে খনিজ পরিবহনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এমনিতে পর্যটকদের কাছে কেওনঝড় জেলা প্যারাডাইসের থেকে কম কিছু নয়। সেখানে শান্ত এবং সবুজে ভরা পরিবেশের মধ্যে থাকা এই বাঁশপানি রেলওয়ে স্টেশন জায়গাটির সৌন্দর্য আরও কয়েক ধাপ বাড়িয়ে দেয়।