মাত্র ২ লক্ষ টাকা দিলেই মিলবে মারুতি সুজুকির XL6 CNG! দেখে নিন EMI-র হিসাব

Maruti Suzuki

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) মূলত তাদের প্রিমিয়াম ডিলারশিপ Nexa-র মাধ্যমে XL6 গাড়িটি বিক্রি করে থাকে। আর এই 6-সিটার গাড়িটি বর্তমানে পেট্রোল ছাড়াও সিএনজি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। পরিবেশবান্ধব এই গাড়িটি কিনতে আগ্রহীদের প্রশ্ন, ডাউন পেমেন্টের পর মাসে কত টাকা করে ইএমআই গুনতে হবে? আজকের প্রতিবেদনে আমরা সেই হিসেবে তুলে ধরব।

XL6-এর দাম কত?

প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে XL6 CNG ভ্যারিয়েন্টের অন রোড প্রাইস দাঁড়াচ্ছে মাত্র 14.77 লক্ষ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন চার্জ বাবদ 1.30 লক্ষ টাকা, ইন্সুরেন্স বাবদ 41 হাজার টাকা, পাশাপাশি টিসিএস চার্জ এবং অন্যান্য খরচ মিলিয়ে মোটামুটি 17,485 টাকা খরচ পড়বে। সবমিলিয়ে ক্রেতারা 14.77 লক্ষ টাকার মধ্যেই হাতে এই গাড়ি হাতে পেয়ে যাবে।

2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে মাসিক কত টাকা ইএমআই পড়বে?

ধরুন, আপনি এই গাড়িটি কিনতে 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলেন। এবার বাকি টাকা অর্থাৎ 12.77 লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হবে। যদি 7 বছরের জন্য ব্যাঙ্ক আপনাকে ঋণ দেয় এবং 9% সুদ ধরা হয়, তাহলে প্রতি মাসে আপনাকে 20,549 টাকা ইএমআই গুনতে হবে।

সেক্ষেত্রে আপনার 7 বছরের গাড়ির দামের সঙ্গে সুদ মিলিয়ে প্রায় 4.49 লক্ষ টাকা অতিরিক্ত গুনতে হবে। অর্থাৎ, অন রোড দাম সহ সুদ যোগ করলে মোট খরচ দাঁড়াবে প্রায় 19.26 লক্ষ টাকা।

কী কী ফিচার্স রয়েছে এই গাড়ির?

প্রসঙ্গত জানিয়ে রাখি, মারুতি সুজুকির XL6 CNG গাড়িটিতে অটোমেটিক ক্লাইমেন্ট কন্ট্রোল, স্মার্ট পুশ বাটন, ক্রুজ কন্ট্রোল, রিয়ার এসি ভেন্টের মতো ইত্যাদি ফিচার্স দেওয়া থাক। পাশাপাশি সেফটি ফিচার্স হিসাবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP) এবং হিল হোল্ড কন্ট্রোলের মতো ফিচার্স রয়েছে।

আরও পড়ুনঃ চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ! আসানসোলের হাসপাতালে রণক্ষেত্র

কাদের সঙ্গে টক্কর দেবে এই XL6 CNG?

উল্লেখ্য মারুতি সুজুকি এই গাড়িটি MPV সেগমেন্টে পড়ছে। আর বাজারে এই গাড়ি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Maruti Ertiga, Renault Triber এবং Kia Carens Clavis-এর মতো গাড়িগুলির সাথে। এককথায় XL6 CNG তাদের জন্যই দারুণ বিকল্প, যারা পরিবার নিয়ে ভ্রমণ করতে ভালোবাসেন এবং সাশ্রয়ী ও ফুয়েল-বান্ধব অপশনের দিকে ঝুঁকছেন।

Leave a Comment