সৌভিক মুখার্জী, কলকাতা: সবাই নিজের মাথার উপর একটি পাকা ছাদ তৈরি করতে চায়। হ্যাঁ, স্বপ্নের বাড়ি তৈরি করার ইচ্ছে সবারই থাকে। তবে অর্থাভাব অনেক সময় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে না। অনেকেই পিছিয়ে আসে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সুযোগ। কারণ, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনি পেতে পারেন মাত্র 2% সুদে হোম লোন।
এমনকি যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে হোম লোন নিতে গেলে যেখানে 8 থেকে 9.5% পর্যন্ত সুদ দিতে হয়, সেখানে কেন্দ্র সরকারের সহায়তায় আপনি 6.5% ইন্টারেস্ট সাবসিটি পাচ্ছেন। ফলে আপনার সুদ নেমে আসবে মাত্র 2%-এ। কিন্তু কীভাবে পাবেন, কীভাবে আবেদন করবেন, চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা কী?
2015 সালে কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছিল। আর এই প্রকল্পের মূল লক্ষ্য হল—দেশের প্রতিটি পরিবারকে পাকা এবং সাশ্রয়ী বাড়ি তৈরি করে দেওয়া। বিশেষ করে গ্রাম বা শহরের মধ্যবিত্ত, নিম্নবিত্ত আয়ের মানুষদের জন্য এই স্কিম একেবারে আশীর্বাদের সহায়।
এই স্কিমের আওতায় যারা প্রথমবার বাড়ি কিনছেন বা তাদের জন্য রয়েছে প্রচুর সুযোগ-সুবিধা। হ্যাঁ, ঘর কেনার জন্য লোন নিতে চাইলে সরকারের পক্ষ থেকে এবার সরাসরি সুদের উপর ভর্তুকি হিসেবে লোন দেওয়া হচ্ছে, যা অনেকটাই মাসিক ইএমআই কমিয়ে দিচ্ছে।
কতটা সাবসিডি মিলছে?
খোঁজ নিয়ে জানা গেলে, বর্তমানে হোম লোনে 6.5% পর্যন্ত ইন্টারেস্ট সাবসিডি মিলছে। আর এই সুবিধা সর্বাধিক 20 বছর পর্যন্ত লোনের মেয়াদের জন্য প্রযোজ্য। ফলে আপনি যদি ব্যাঙ্ক থেকে 8.5% সুদে লোন নেন এবং সরকার যদি 6.5% ভর্তুকি দেয়, তাহলে আপনার সুদ দাঁড়াবে মাত্র 2%।
আরও পড়ুনঃ PNB-র পর এবার ব্যাঙ্ক অফ বরোদা! তুলে নেওয়া হল মিনিমাম ব্যাল্যান্স চার্জ
কীভাবে আবেদন করবেন?
আপনি চাইলে নিজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য https://pmaymis.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরি বেছে নিতে হবে। তারপর আধার নম্বর দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর একটি আবেদন ফর্ম খুলবে। সেখানে নিজের ব্যক্তিগত তথ্য, আয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ঠিকানা ভালোভাবে ইনপুট করতে হবে। তারপর সমস্ত তথ্য দেখে ক্যাপচা গিয়ে সাবমিট করতে হবে।
বলে দিই, এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা অন্য যেকোনো আইডি প্রুফ, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং প্রপার্টি সম্পর্কিত সমস্ত কাগজপত্র যেমন দলিল, বাড়ির অনুমোদন ইত্যাদি দরকার পরে।