মাত্র ৩,৫০০ করে জমিয়েই মিলবে প্রায় সাড়ে ৭ লাখ, দারুণ স্কিম পোস্ট অফিসের

Post Office Savings Scheme you can get 7 Lakh with this scheme

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজেদের কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের পছন্দের নাম ভারতীয় পোস্ট অফিস (Post Office Savings Scheme)। ভবিষ্যতে যাতে আর্থিক দিক থেকে সমস্যায় পড়তে না হয়, সেজন্যই ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন আমজনতা। তবে আপনি যদি অল্প পরিমাণে অর্থ জমিয়ে মোটা অঙ্কের তহবিল গড়ে তোলার স্বপ্ন দেখেন, সে ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সেরা বিকল্প হতে পারে ভারতীয় পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা RD স্কিম। এখানে যদি আপনি প্রতি মাসে 3,500 টাকা করে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে মাত্র 5 বছরের মধ্যেই সুদ আসল মিলিয়ে আপনার হাতে আসবে প্রায় সাড়ে 7 লাখ টাকা।

মাত্র 100 টাকা দিয়ে শুরু করা যায় বিনিয়োগ

অল্প অর্থ জমিয়ে মেয়াদ শেষে মোটা রিটার্নের ক্ষেত্রে পোস্ট অফিসের অন্যান্য স্কিমগুলির থেকে নিজেকে আলাদা করেছে রেকারিং ডিপোজিট স্কিম বা RD স্কিমটি। বলাই বাহুল্য, একজন ব্যক্তি চাইলে এই স্কিমের অধীনে মাত্র 100 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এই স্কিমে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। বলে রাখি, 18 বছর হলেই যে কেউ নিজের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। তাছাড়া 10 বছর বয়সী শিশুরাও তাঁদের বাবা মায়ের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পোস্ট অফিসের এই স্কিমের অধীনে বার্ষিক 6.7 শতাংশ সুদ পাওয়া যায়। নিজের এবং সন্তানের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে অল্প অর্থ বিনিয়োগ করে রেকারিং ডিপোজিট এর সাথে নিজের বিনিয়োগ যাত্রা শুরু করতে পারেন আপনি। না বললেই নয়, পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ সর্বোচ্চ 5 বছর। যদিও পরবর্তীতে এর মেয়াদ বাড়িয়ে নেওয়া সম্ভব।

কীভাবে 3,500 টাকা করে রেখে সাড়ে 7 লাখ পাবেন?

আগেই জানানো হয়েছে বার্ষিক 6.7 শতাংশ সুদ দিয়ে থাকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি প্রতিমাসে এই RD স্কিমে 3,500 টাকা করে জমান সে ক্ষেত্রে 5 বছর পর তার মোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে 2,10,000 টাকায়। এর সাথে জুড়বে পোস্ট অফিসের তরফে পাওয়া বার্ষিক 6.7 শতাংশ সুদ। সেটা মিলিয়ে সর্বসাকুল্যে 5 বছরের মেয়াদ শেষে 7 লাখ 49 হাজার 339 বা প্রায় সাড়ে 7 লাখ টাকা ঘরে তুলতে পারবেন বিনিয়োগকারী।

অবশ্যই পড়ুন: যেই কারণে রাজন্যার বিজেপি যোগের জল্পনা ছড়াল

উল্লেখ্য, ভারতীয় পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের অধীনে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন। সেই সাথে এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে তা ডুবে যাওয়ার কোনও আশঙ্কা নেই। আপনার অর্থের দায়িত্ব নেবে সরকার। বলে রাখা প্রয়োজন, রেকারিং ডিপোজিটে বিনিয়োগের পর যদি 5 বছরের মধ্যে আসল ব্যক্তি বা বিনিয়োগকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি বা নমিনি এই স্কিম চালিয়ে যেতে পারবেন।

Leave a Comment