মাত্র ৪৫ মিনিটে শিলিগুড়ি থেকে গ্যাংটক! সামান্য খরচে হেলিকপ্টার, জানুন ভাড়া

siliguri gangtok helicopter service

সহেলি মিত্র, কলকাতা: পাহাড়ে ঘুরতে যাবেন বলে প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার আর শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য ৪-৫ ঘন্টা অপেক্ষা করতে হবে না। মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাবেন। আসলে এবার বাগডোগরা থেকে গ্যাংটকের উদ্দেশ্যে হেলিকপ্টার পরিষেবা (Siliguri Gangtok Helicopter Service) শুরু হতে চলেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক মাত্র ৪৫ মিনিটে!

রিপোর্ট অনুযায়ী, সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (STDC) এর সহযোগিতায় স্কাই ওয়ান এয়ারওয়েজ লিমিটেড দ্বারা পরিচালিত MI-172 হেলিকপ্টার পরিষেবা ফের একবার শুরু হতে চলেছে। বুর্টুক হেলিপোর্ট এবং বাগডোগরা বিমানবন্দরের মধ্যে পুনরায় কার্যক্রম শুরু করতে চলেছে সংস্থা। ২০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন MI-172 হেলিকপ্টারটি সম্প্রতি বুর্তুক হেলিপোর্টে অবতরণ করে, যেখানে STDC চেয়ারম্যান লুকেন্দ্র রাসাইলি, এজিএম (অপারেশনস) তেজপাল প্রধান এবং বুর্তুক হেলিপোর্ট টিম এটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীর দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানসহ দফতর! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

ক্যাপ্টেন আনন্দ মালিক এবং জেভিএস গুরন, ক্রু সদস্যদের সাথে আগমনের সময় তাদের সংবর্ধনা জানানো হয় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে এই চপারের বাণিজ্যিক পরিষেবা শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই পরিষেবা ফের একবার শুরু হলে গ্যাংটক এবং বাগডোগরার মধ্যে দ্রুত ভ্রমণের জন্য বাসিন্দা এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। এই চপার পরিষেবা পুনরায় চালু হওয়ার ফলে কেবল সড়ক ভ্রমণের দ্রুত বিকল্পই নয়, বরং একটি মনোরম এবং আরামদায়ক ভ্রমণও হবে বলে আশা করা হচ্ছে।

কীভাবে বুকিং করবেন?

এবার আসা যাক বুকিং প্রক্রিয়া সম্পর্কে। যাত্রীরা এমজি মার্গে অবস্থিত এসটিডিসি ট্রাভেল ডিভিশনের মাধ্যমে অথবা টিকিট রিজার্ভেশন কাউন্টারের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আসন সংরক্ষণ করতে পারবেন। গ্যাংটক ল্যান্ডলাইন ০৩৫৯২-২০৩৯৬০ নম্বরে অথবা ডিউটি মোবাইল নম্বর ৭৩১৮৯০৬৬৭৭-এ কল করেও বুকিং করা যাবে।

ভাড়া কত?

নিশ্চয়ই ভাবছেন ভাড়া কত হবে? গ্যাংটক-বাগডোগরা রুটের ভাড়া ৪,৫০০ টাকা (ওয়ান ওয়ে) নির্ধারণ করা হয়েছে।

ডিজিসিএ-র নিয়ম অনুসারে, প্রতিটি যাত্রী সর্বোচ্চ ১০ কেজি হাত ব্যাগ বহন করতে পারবেন। অনুমোদিত মাত্রা হল ৫৫ সেমি x ৪০ সেমি x ২০ সেমি (২১.৬ ইঞ্চি x ১৫.৭ ইঞ্চি x ৭.৮ ইঞ্চি)।

Leave a Comment