মাত্র ৫৪৯৯ টাকায় নিজের টিভিকেই বদলাতে পারবেন AI PC-তে! JioPc আনল রিলায়েন্স

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের টেলিকম জগতে বরাবরই চমক দিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও! সে স্মার্টফোন হোক, কিংবা নেটওয়ার্ক, সবেতেই জুড়িমেলা ভার এই কোম্পানির! তবে এবার অন্য পথে হাঁটছে জিও!  জিও’র অফিসিয়াল সাইট মারফৎ জানা যাচ্ছে, মাত্র 5499 টাকায় টিভিকে এবার PC-তে বদলে ফেলার সুযোগ দিচ্ছে রিলায়েন্স! হ্যাঁ, ঠিকই পড়েছেন। নতুন JioPC সার্ভিসের মাধ্যমে এবার সাধারণ মানুষ খুব সহজেই পেতে চলেছে কম দামে ভার্চুয়াল ডেস্কটপ পরিষেবা!

কী এই JioPC?

জানিয়ে দিই, JioPC একটি ক্লাউড-ভিত্তিক ভার্চুয়াল ডেস্কটপ সার্ভিস, যা জিও সেট-টপ বক্সের মাধ্যমেই চালানো যাবে। অর্থাৎ, বাড়িতে যদি আপনার জিও সেট-টপ বক্স থাকে এবং কোনও স্মার্ট টিভি থেকে থাকে, তাহলে আপনি মাত্র কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই AI কম্পিউটারের অভিজ্ঞতা পাবেন। আর এই পরিষেবার মূল লক্ষ্য হল ভারতের প্রতিটি ঘরে ঘরে সস্তায় কম্পিউটার পরিষেবা পৌঁছে দেওয়া। বিশেষ করা যে সমস্ত পরিবার এখনো PC বা ল্যাপটপের নাগালে পৌঁছতে পারেনি, তাদের জন্য এটি সেরা বিকল্প। 

JioPC দিয়ে কী কী করা যাবে?

রিলায়েন্স জানিয়েছে, JioPC ব্যবহার করে আপনি খুব সহজেই ওয়েব ব্রাউজ করতে পারবেন। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং বা ডকুমেন্ট তৈরি করতে পারবেন, এমনকি অনলাইন ক্লাস বা ই-লার্নিং করতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন অ্যাপ রান করতে পারবেন এবং AI ও ক্লাউড কম্পিউটিং-র সুবিধা পাবেন। আর এটি মূলত শিক্ষার্থী বা ওয়ার্ক ফ্রম হোম যারা করেন, তাদের জন্য সেরা বিকল্প।

কীভাবে কাজ করবে এই JioPC?

জানিয়ে রাখি, JioPC কোনও একক সফটওয়্যারের উপর নির্ভর করছে না। এটি শুধুমাত্র আপনার জিও সেট-টপ বক্সের মাধ্যমে চলবে, যার সঙ্গে আপনার টিভি যুক্ত থাকবে। এটি চালু করার জন্য প্রথমে টিভি এবং জিও সেট-টপ বক্সটিকে চালু করতে হবে। তারপর Apps সেকশনে গিয়ে JioPC অপশন খুলতে হবে। 

বলে দিই, USB অথবা Bluetooth-র মাধ্যমে কিবোর্ড বা মাউস সংযুক্ত করতে পারেন। আর প্রথমবার ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই JioPC অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য দিয়ে সাইন আপ করার পর Launch Now বাটনে ক্লিক করলেই আপনি JioPC-র ইন্টারফেজে প্রবেশ করতে পারবেন। 

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে টলল সাজা, ইয়েমেনে আপাতত স্থগিত নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড

খরচ কীরকম পড়বে?

জানা গিয়েছে, JioPC পরিষেবা আপনি মূলত দুইভাবে পেতে পারেন। প্রথমত, সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে, যার মধ্যে JioPC অন্তর্ভুক্ত থাকবে। আর দ্বিতীয়ত, এককালীন 5499 টাকা দিয়ে পরিষেবাটি কিনে নিতে পারবেন। আর বর্তমানে এই পরিষেবা শুধুমাত্র ইনভাইট অনলি মোডে ফ্রি ট্রায়াল হিসেবেই দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে।

এক্ষেত্রে বলে রাখা ভালো, যেহেতু এটি একটি ক্লাউড ভিত্তিক পরিষেবা, তাই JioPC ব্যবহার করার সময় ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। বিশেষ করে ব্রাউজিং বা ভিডিও কনটেন্টের ক্ষেত্রে ভালো স্পিড না থাকলে ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি পড়তে পারেন। তাই যাদের ঘরে এখনো কম্পিউটার নেই বা ল্যাপটপের অভাবে পড়াশোনা বা সেরকম ভারী কাজ করতে পারছেন না, তাদের জন্য রিলায়েন্স জিও’র এই পদক্ষেপ সত্যিই সেরা।

Leave a Comment