মাত্র ৫ টাকায় মিলছে ৪৫০টির বেশি OTT সাবস্ক্রিপশন, বাজার কাঁপানো প্ল্যান BSNL-র

BSNL Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL এবার বিরাট পদক্ষেপ নিল। হ্যাঁ, এবার তারা গ্রাহকদের জন্য হাজির করল এমন এক প্রিমিয়াম প্ল্যান (BSNL Plan), যা প্রচলিত DTH মার্কেটকে বদলে দিচ্ছে। জানা যাচ্ছে, BiTV Premium প্যাকেজে 450টির বেশি লাইভ টিভি চ্যানেল এবং 25টি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের ফ্রী সাবস্ক্রিপশন মিলছে, তাও দৈনিক মাত্র 5 টাকায়!

কী আছে BSNL-এর এই প্রিমিয়াম প্যাকে?

সম্প্রতি BSNL যাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, নতুন এই প্যাকেজের দাম মাত্র 151 টাকা। অর্থাৎ দিনে মাত্র 5 টাকা খরচ পড়বে। আর এর মধ্যে থাকছে 450টি লাইভ টিভি চ্যানেল, 25টি প্রিমিয়াম ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, যার মধ্যে দেশের SonyLIV, Zee5, SunNXT, ShemarooMe, Fancode এর মতো অ্যাপগুলি রয়েছে।

রয়ছে সস্তার প্যাকেজও

তবে BSNL প্রিমিয়াম প্যাকের পাশাপাশি দুটি সাশ্রয়ী বিকল্পও বাজারে রেখে দিয়েছে। হ্যাঁ, তাদের 28 টাকার একটি প্যাক রয়েছে, যেখানে 7টি ওটিটি অ্যাপ এবং অতিরিক্ত 9টি কমপ্লিমেন্টারি ওটিটি অ্যাপের সুবিধা মিলছে। পাশাপাশি 29 টাকার একটি প্যাক রয়েছে, যেখানেও একইরকম সুবিধা মিলছে। তবে ওটিটি অ্যাপের তালিকা কিছুটা আলাদা।

কেন বিশেষ BSNL-এর এই প্যাকেজ?

সাধারণত DTH সংযোগের জন্য আলাদা আলাদা চ্যানেল প্যাক কিনতে হয়। আর সেখানে BSNL এই নতুন পরিষেবায় এক সাবস্ক্রিপশনের মধ্যেই ওটিটি অ্যাপের আক্সেস ও টিভি চ্যানেল, সবকিছুই দিচ্ছে। ফলে যারা ইন্টারনেট টিভি বা ওটিটি দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ মেঘফাটা বৃষ্টি উত্তরাখণ্ডে, ভেসে গিয়েছে ভারত-চিন সেতু! প্রাণহানির আশঙ্খা অনেক

প্রতিযোগিতায় রয়েছে Jio

তবে জিও’র 299 টাকার প্ল্যানও বাজারে এখন জনপ্রিয়। এটি 28 দিনের বৈধতার সঙ্গে দৈনিক 1.5GB করে ডেটা এবং 5G আনলিমিটেড ডেটার সুবিধা দিচ্ছে। পাশাপাশি আনলিমিটেড কল এবং দৈনিক 100টি এসএমএস তো থাকছেই। এছাড়া তিন মাসের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি JioTV ও 50GB Jio AICloud স্টোরেজ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

Leave a Comment