মাত্র ৭৫ টাকায় বাংলা থেকে আসাম, রোজই চলে লোকাল ট্রেন, জানুন রুট

Bengal Assam Local Train

সহেলি মিত্র, কলকাতা: আপনি কি জানেন যে বাংলা থেকে আসামের উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন (Bengal Assam Local Train) যাতায়াত করে? শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি। সব থেকে বড় কথা আজ একটি এমন বিশেষ ট্রেন রুট সম্পর্কে আপনাদের তথ্য দেব যেখানে আপনি একবার হলেও জীবনে যেতে চাইবেন। কারণ এই রুটের কিছু দৃশ্য আপনার মন খুবই ভালো করে দিতে পারে। ভাবতে বাধ্য হবেন ট্রেন রুটের এরকম সুন্দর দৃশ্য আগে কেন আপনি দেখেননি।

বাংলা থেকে আসাম অবধি চলে এই লোকাল ট্রেন!

এই লোকাল ট্রেনটি পাহাড়, নদী, ডুয়ার্স-এর মতো গভীর জঙ্গল ভেদ করে আপনাকে আসাম পৌঁছে দেবে। আজ কথা হচ্ছে ৭৫৭২৫ শিলিগুড়ি-নিউ বঙ্গাইগাঁও ডেমু লোকাল প্রতিদিন যাতায়াত করে। এই ট্রেনটি প্রতিদিন সকাল ১০:৫০ মিনিট নাগাদ শিলিগুড়ি থেকে ছাড়ে। এরপর এটি গুলমা, সেবক হয়ে ডুয়ার্স-এর লাটাগুড়ি, ময়নাগুড়ি হয়ে কোচবিহার পার হয়ে আসামে ঢোকে।

ভাড়া কত?

যাত্রাকালে ট্রেনটি ৩৫৫ কিমি পথ অতিক্রম করে।ভাড়া শুনলে চমকে উঠবেন। এত সুন্দর এবং দারুণ রুটের এই ট্রেনের ভাড়া মাত্র ৭৫ টাকা। শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এটাই সত্যি। ভাবতে অবাক লাগলেও কিন্তু আপনি মাত্র ৭৫ টাকা খরচ করে পাহাড়, জঙ্গল, নদী দেখতে পাবেন তাও কিনা আবার ট্রেনে করে। তবে এই ট্রেন নিয়ে বহু মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ ১ টাকায় রোজ 2GB ডেটা, আনলিমিটেড কলিং! দীপাবলি অফার আনল BSNL

একটি ভিডিও কমেন্টে একজন লিখেছেন ট্রেনটি রোজ লেটে চলে। সময়ের কোনও জ্ঞান নেই। অপর একজন লিখেছেন এই ট্রেনে তিনিও ভ্রমণ করতে চান। তাহলে দেরি করছেন কেন, আপনিও যদি শিলিগুড়ি কিংবা অন্যান্য জেলার বাসিন্দা হয়ে থাকেন এবং ট্রেনে ভ্রমণের পাশাপাশি প্রকৃতিকে  ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আসাম অবধি যাতায়াতকারী এই ডেমু লোকালে একবার হলেও ঘুরে আসতে পারেন।

Leave a Comment