মাত্র ৯৯ টাকায় রিচার্জ প্ল্যান নিয়ে এল Vi, দেখে নিন কী কী সুবিধা মিলবে

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন টেলিকম সংস্থাগুলির যে হারে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে, তাতে সাধারণ গ্রাহক থেকে শুরু করে মধ্যবিত্তদের কালঘাম ছুটছে। তবে এরই মধ্যে চমক দিচ্ছে ভোডাফোন আইডিয়া (Vi)! কারণ তারা এবার নিয়ে আসল মাত্র 99 টাকায় রিচার্জ প্ল্যান (Vi Recharge Plan)। কিন্তু আসলে কী কী মিলছে এই প্ল্যানে? জিও বা এয়ারটেলকে টেক্কা দিচ্ছে Vi? চলুন বাস্তবটা জেনে নিই।

Vi-র 99 টাকার প্ল্যানে কী কী থাকছে?

ভোডাফোন আইডিয়ার অফিসিয়াল সাইট মারফৎ জানা গিয়েছে, এই রিচার্জ প্ল্যানে 99 টাকার টকটাইম পাওয়া যাবে, আর সঙ্গে থাকবে 15 দিনের ভ্যালিডিটি। তবে প্রতি সেকেন্ড কলের জন্য 2.5 পয়সা করে কাটবে। আর কোনোরকম ডেটা বা SMS-র সুবিধা দেওয়া হচ্ছে না।

অর্থাৎ মোদ্দা কথা, আপনি শুধুমাত্র কথা বলার জন্য এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। কোনও ডেটা বা মেসেজের সুবিধা পাবেন না। তবে হ্যাঁ, একটি দরকারি ফিচার পাবেন। যদি আপনি অন্য অপারেটরে পোর্ট করতে চান, তাহলে 1900 নম্বরে SMS পাঠানোর সুযোগ পাবেন।

এই প্ল্যানে আদতে কারা লাভবান হবে?

অনেকেই মনে করতে পারে যে, এই প্ল্যান হয়তো গ্রাহকবান্ধব। তবে বাস্তবে এই প্ল্যানের মাধ্যমে লাভটা Vi-রই বেশি। কারণ 15 দিনের জন্য এই প্ল্যান, মানে মাসে 2 বার রিচার্জ করতে হবে। অর্থাৎ, এক মাসে প্রায় 200 টাকা খরচ হবে। এমনকি কোনও ইন্টারনেট বা SMS-র সুবিধা পাবেন না। আর সঙ্গে আনলিমিটেড কলের সুবিধা তো থাকছেই না। অর্থাৎ, Vi-র পোর্টফোলিওতে একটি সস্তার প্ল্যান যোগ হচ্ছে, যা বাজারে তাদের দেখানোর কাজে লাগবে।

যদিও দেশের একটি বড় অংশের মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করে। তাদের ইন্টারনেট দৈনন্দিন জীবনের অংশ নয়। এই সমস্ত গ্রাহকদের জন্য এই প্ল্যানটি কিছুটা কার্যকর হতে পারে। বিশেষ করে যাদের মাসে দুই-তিনবার ফোন করলেই চলে, তাদের জন্য এই প্ল্যান একেবারে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় সাহেব ভট্টাচার্যর ভাইরাল ভিডিও, আপত্তিকর অবস্থায় অভিনেতা!

জিও এয়ারটেলকে কি টেক্কা?

না, Vi জিও বা এয়ারটেলকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা এই প্ল্যানের মাধ্যমে রাখছে না। কারণ, জিও বা এয়ারটেলের যে সমস্ত প্ল্যান রয়েছে, সেগুলিতে গ্রাহকরা 4G বা 5G ইন্টারনেটের সুবিধা পাচ্ছে। পাশাপাশি আনলিমিটেড কল, দৈনিক ডেটার সুবিধা, OTT সাবস্ক্রিপশনসহ সহ বিভিন্ন রকম অফার পাচ্ছে। আর Vi 99 টাকার এই প্ল্যানে শুধুমাত্র কলিং-র সুবিধা দিচ্ছে, তাও আনলিমিটেড নয়। তাই এতে বাজার কাঁপানোর মতো সেরকম কিছুই হয়নি।

তবে যদি আপনি বেশি সুবিধা চান, তাহলে Vi-র 299 টাকার প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এই প্ল্যানে 5G ব্যবহারকারীদের জন্য 300GB ইন্টারনেট দেওয়া হচ্ছে। পাশাপাশি আনলিমিটেড কল এবং প্রতিদিন 100টি করে SMS-র সুবিধা ও 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। ফলে টাকা বেশি খরচ না করলে আপনি ভরপুর সুবিধা পাবেন না।

Leave a Comment