সৌভিক মুখার্জী, কলকাতা: বিরাট সাফল্য নিরাপত্তা বাহিনীর। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলে খতম হয়েছে বহুদিন ধরে পুলিশের মাথা ব্যথার কারণ এক কুখ্যাত মাওবাদী নেতা (Maoist Encounter)। সূত্রের খবর, রবিবার ভোরবেলা নিরাপত্তা বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়েই প্রাণ হারিয়েছেন অমিত হাঁসদা ওরফে আপ্তান, যার মাথার দামই ছিল ১০ লক্ষ টাকা।
কীভাবে হল এই এনকাউন্টার?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলাপারাল এলাকার বুর্জুয়া হিলে মাওবাদীদের উপস্থিতি টের পেয়েছিল নিরাপত্তা বাহিনী। খবর পেয়েই এলাকার চিরুনি তল্লাশি শুরু করে জাওয়ানরা। হঠাৎ করে শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণের পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অমিত হাঁসদা। পরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
#BREAKING: Top Maoist with 10 lakh bounty killed in an encounter with Police & CRPF Cobra commandos. The encounter took place in Saranda forest, Chaibasa, Jharkhand. Amit Hasda alias Aaptan, a Naxal with a ₹10 lakh bounty, was killed by forces. Weapons and explosives recovered. pic.twitter.com/iAL6Y9iQro
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 7, 2025
এদিকে জেলার পুলিশ সুপার পারস রানা সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, অমিত হাঁসদা বহু বছর ধরেই সক্রিয় মাওবাদী নেতা হিসেবে কুকাজ করে বেড়াত। ওর খোঁজে দীর্ঘদিন ধরেই অভিযান চলছিল। ওর মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। আজকের অভিযানের সেই অপেক্ষার অবসান ঘটল।
তবে অভিযানের সময় অমিতের কাছ থেকে বেশ কিছু অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, সংঘর্ষের সময় আরো বেশ কয়েকজন মাওবাদী পালিয়ে গভীর জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের খোঁজে এখনও চলছে তল্লাশি।
আরও পড়ুনঃ UP, বিহার থেকে বাংলায় এসে SSC পরীক্ষা! ‘দিদির উপরে ভরসা আছে! বলছেন পরীক্ষার্থীরা
অতীতের রক্তাক্ত ঘটনা
প্রসঙ্গত, এ মাসের শুরুর দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ঝাড়খন্ডের মাওবাদীরা। কেদাল গ্রামে কারমা উৎসবের সময় মাওবাদী নেতা শশীকান্ত গঞ্জকে ধরতে তৎপর হয়েছিল নিরাপত্তা বাহিনী। সেদিন গুলির লড়াইয়ে তিন পুলিশ কর্মী আহত হয়েছিল, যাদের মধ্যে দুইজন প্রাণ হারিয়েছে। আর সেই ঘটনার পর থেকে মাওবাদী দমন অভিযানে আরো সক্রিয় হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী।