মাথার দাম ছিল ১.০১ কোটি! হিডমার পর খতম শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে

Maoist Encounter

সৌভিক মুখার্জী, কলকাতা: মাওবাদী দমন অভিযানে ফের বিরাট সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী। অন্ধ্রপ্রদেশে মাওবাদী শীর্ষনেতা মাডবী হিডমার মৃত্যুর ঠিক এক মাসের মধ্যে ওড়িশার কন্ধমল জেলায় এনকাউন্টারে খতম হয়েছে আরও এক শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে (Maoist Encounter)। সূত্রের খবর, তার মাথার দাম ছিল ১ কোটি ১ লক্ষ টাকা।

নিরাপত্তা রক্ষীর সাথে তুমুল সংঘর্ষ

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরবেলা কন্ধমল জেলার একটি গভীর জঙ্গলে নিরাপত্তা রক্ষা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়েই ওখানে ঘাঁটি গাড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। তল্লাশির সময় মাওবাদীরা সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তা রক্ষা বাহিনী। আর দীর্ঘক্ষণ ধরেই দু’পক্ষের মধ্যে চলে সংঘর্ষ।

আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর বন্ধ হবে রাজ্য সরকারের এই প্রকল্প, মহিলাদের ১০,০০০ টাকা পাওয়ার শেষ সুযোগ

এক সিনিয়র পুলিশ আধিকারিকের বক্তব্য, এই সংঘর্ষে চারজন মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে। নিহত মাওবাদী নেতার নাম গণেশ উইকে। পুলিশ সূত্রে খবর, মাওবাদী সংগঠনের অন্দরমহলে গণেশ একাধিক নামেই পরিচিত। যেমন পাক্কা হনুমন্তু, রাজেশ তিওয়ারি, চামরু এবং রুপা। জানা গিয়েছে, সে তেলেঙ্গানার নলগোন্ডা জেলার চেন্দুর মণ্ডলের পুল্লেমালা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ঘর থেকে টেনে এনে বেধড়ক মারধর, ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

পুলিশের দেওয়া রেকর্ড অনুযায়ী, তার মাথার দাম ছিল ১ কোটি ১ লক্ষ টাকা। হিডমার মৃত্যুর পর থেকে নিরাপত্তা রক্ষা বাহিনীর নজর ছিল গণেশ। আর তাকে ধরতেই একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তবে বাকি তিন নিহত মাওবাদীর পরিচয় শনাক্ত করার কাজ চলছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, নিহতদের মধ্যে একজন মহিলা মাওবাদী সদস্যও রয়েছে। বুধবার রাতে কন্ধমলের বেলঘর থানার আওতায় গুম্মার জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর এসেছিল পুলিশের কাছে। জানা যায়, সেখানে একাধিক সশস্ত্র মাওবাদীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বরা যুক্ত রয়েছে। সেই সূত্রের ভিত্তিতেই রাতভর অভিযান চালানো হয়। আর বৃহস্পতিবার ভোরে এই সাফল্য মেলে।

Leave a Comment