মাধ্যমিকের পর গরমের ছুটি কমল রাজ্যের প্রাথমিক স্কুলের পড়ুয়াদেরও, সিদ্ধান্ত শিক্ষা পর্ষদের

WB School Holidays summer vacations reduced in primary schools

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই জানানো হয়েছিল রাজ্যের উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির ছাত্র-ছাত্রীরা আগামী বছর অর্থাৎ 2026 এ মাত্র 6 দিন গরমের ছুটি (WB School Holidays) পাবে। এবার রাজ্যের প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রেও একই পথে হাঁটল সরকার। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে 2026 এর গ্রীষ্মকালীন ছুটির তালিকা দিয়ে জানানো হয়েছে, প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের জন্য আগামী বছর গরমের ছুটি থাকবে 11 মে থেকে 16 মে পর্যন্ত। আর এই ছুটি কমানো নিয়েই এবার প্রশ্ন উঠেছে শিক্ষামহলে।

পুজোর ছুটি থাকবে 25 দিনই

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন বছরের গ্রীষ্মকালীন ছুটির তালিকা দেখার পর শিক্ষা মহলের অনেকেই বলছেন, বিগত বছরগুলিতে প্রবল তাপপ্রবাহের কারণে গ্রীষ্মকালীন ছুটি বাড়াতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। সবচেয়ে বড় কথা, রাজ্যের স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের গরমের ছুটি নিয়ে ঘোষণা দেন খোদ মুখ্যমন্ত্রী নিজে। মূলত সে কারণেই শিক্ষা দপ্তরের ক্যালেন্ডারে গরমের ছুটি কিছুটা কমিয়েই দেওয়া হয়েছে।

অনেকেই বলছেন, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে মুখ্যমন্ত্রী নিজেই ছুটির তালিকা বাড়িয়ে দেন। প্রতিবারই দেখা যায় সরকারের তরফে আবহাওয়ার দিকে নজর রেখে গরমের ছুটি প্রলম্বিত হয়। তাই পর্ষদের কাছে এই ছুটির গুরুত্ব কিছুটা কমেছে। বলাই বাহুল্য, শেষবারের মতো গতবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে গরমের ছুটি ছিল 11 দিন। এবার সেটা কমিয়ে 6 দিন করা হলো। তবে গরমের ছুটিতে কাটাকাটি হলেও পুজোর ছুটিতে কোনও রকম কালি পড়ছে না। অর্থাৎ নতুন বছরেও পুজোর ছুটি বাবদ 25 দিনই পাবে শিক্ষার্থীরা।

অবশ্যই পড়ুন: পিৎজা, বার্গারের মতো অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়াই হল কাল! পেটের রোগে AIIMS-এ মৃত্যু নাবালিকার

প্রসঙ্গত, রাজ্যের স্কুলগুলির ছুটি প্রসঙ্গে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একেবারে খোলাখুলি জানিয়েছেন, “শুধু গরমের ছুটি নয়, সার্বিকভাবেই স্কুলের ছুটির সংখ্যা কমেছে। এর আগে গোটা বছর মিলিয়ে 80 দিন ছুটি থাকত স্কুল। তবে এখন সেই সংখ্যাটা কমেছে অনেকটাই।” অনেকেই মনে করছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ আনুষাঙ্গিক বিষয় নিয়ে সময় কাটানোর জন্য এবং শিক্ষার্থীদের মনের বিরামের জন্য ছুটি আরও কিছুটা বাড়ানো উচিত।

Leave a Comment