মাধ্যমিক পাসেই চাকরি! ভারতীয় রেলে ফের ৪১১৬ শূন্যপদে নিয়োগ

Indian Railways Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, নর্দান রেলের তরফ থেকে এবার ৪১১৬ শূন্যপদে নিয়োগের (Indian Railways Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এমনকি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি

সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দান রেলওয়ে তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা উল্লেখ রয়েছে। এখানে মোট ৪১১৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে এর মধ্যে লখনৌ বিভাগে ১৩৯৭টি, দিল্লি বিভাগে ১১৩৭টি, ফিরোজপুর বিভাগে ৬৩২টি, আম্বালা বিভাগের ৯৩৪ টি এবং মোরাদাবাদ বিভাগে ১৬টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া ভারত সরকার কর্তৃক স্বীকৃত NCVT/SCVT দ্বারা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য নূন্যতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এখানে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ভারত সরকার নির্ধারিত অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে সরাসরি নিয়োগ করা হবে। তবে মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহি চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে www.rrcnr.org অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর “Act Apprentice Recruitment 2025” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর অনলাইনে আবেদন ফি পরিশোধ করতে হবে।
  • সবশেষে সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিতে হবে।

উল্লেখ করার বিষয় এখানে সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ১০০ টাকা করে ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের কোনওরকম ফি দরকার নেই।

আরও পড়ুনঃ এই গাড়ি কিনলেই পস্তাবেন! যান্ত্রিক ত্রুটির কারণে তুলে নিচ্ছে মারুতি সুজুকি

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।

Indian Railways Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment