মাধ্যমিক পাসে লটারির মাধ্যমে চাকরি! হাওড়া স্টেশনে এম-ইউটিএস সহায়ক নিয়োগ

Eastern Railway M-UTS Sahayak Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ভারতীয় রেলে চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে হাওড়া ডিভিশন। হ্যাঁ, হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারের ভেন্ডিং মেশিনে এম-ইউটিএস সহায়ক পদে নিয়োগের (Eastern Railway M-UTS Sahayak Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেবো।

পদ এবং শূন্যপদের বিবরণ

পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে হাওড়া ডিভিশনের জন্য এম-ইউটিএস সহায়ক পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য, এখানে মোট ৩০টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা কী চাওয়া হয়েছে?

যেমনটা জানানো হয়েছে, যেকোনো ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারীরা, যাদের চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করা হয়নি, তারা এখানে আবেদন করতে পারবে। তবে আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং স্থানীয় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স সীমা কত চাওয়া হয়েছে?

এখানে আবেদন করার জন্য কমপক্ষে ১৮ বছর বয়স চাওয়া হয়েছে। তবে বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা নেই। যেকোনো অবসরপ্রাপ্ত রেল কর্মচারীরা আবেদন করতে পারবে।

বেতন কাঠামো

বেতন কাঠামো সংক্রান্ত কোনো তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। মূলত যে হারে টিকিট বিক্রি হবে, সেখান থেকেই নিযুক্ত প্রার্থীরা কমিশন লাভ করতে পারবে।

নিয়োগ প্রক্রিয়া

এম-ইউটিএস সহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে মূলত অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনোরকম পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। তবে যদি প্রয়োজনের থেকে বেশি সংখ্যক আবেদনপত্র জমা পড়ে, তাহলে লটারি ড্র-এর ভিত্তিতে নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আগ্রহী প্রার্থীরা খুব সহজেই পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করে করে একটি খাম ভর্তি করতে হবে। খামের উপর অবশ্যই “হাওড়া স্টেশনে এম-ইউটিএস সহায়ক নিয়োগের জন্য আবেদন” লেখা থাকতে হবে। এরপর খামটি হাওড়া ডিভিশন, পূর্ব রেলওয়ে, ডিআরএম (প্রথম তলা) হাওড়া-৭১১১০১-এর সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের অফিসে রাখা বাক্সে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুনঃ বড় সুযোগ ভারতের, ৫ বছরে ৩০ লক্ষ কর্মী নিয়োগ করতে চায় রাশিয়া! নেপথ্যে বড় কারণ

তবে এক্ষেত্রে বলে রাখার বিষয়, এখানে আবেদন করার জন্য ১ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, যেটি পরে ফেরতযোগ্য। তবে যদি নির্বাচিত আবেদনকারী অবসরপ্রাপ্ত কোনো রেলওয়ে কর্মচারী হয়, তাহলে সিকিউরিটি ডিপোজিট মাত্র ২০,০০০ টাকা দিতে হবে।

অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন

Leave a Comment