মাধ্যমিক পাসে সরকারি চাকরি! ভারতীয় নৌবাহিনীতে হাজারের বেশি পদে নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য আবারও দারুণ সুসংবাদ। যদি আপনি ভারতীয় নৌ-বাহিনীতে চাকরির সুযোগ খুঁজে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। হ্যাঁ, সম্প্রতি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রের আওতায় ইন্ডিয়ান নেভি 110 শূন্যপদে গ্রুপ বি এবং গ্রুপ সি বেসামরিক পদে নিয়োগের (Indian Navy Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। জানা যাচ্ছে, এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এবং শুরুতেই দেওয়া হবে চড়া হারে বেতন।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, ইত্যাদি খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, যেখানে মোট 1110টি শূন্যপদে রয়েছে। তবে এর মধ্যে ট্রেডসম্যান ম্যাট, ফায়ারম্যান, সিভিলিয়ান, মোটর ড্রাইভার, স্টোর কিপার, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, চার্জম্যান ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই পদগুলিতে মোটামুটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই বা স্নাতক ডিগ্রি অর্জন করলেই আবেদন করা যাবে। ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন।

বয়স সীমা কত দরকার?

এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বয়স সীমা চাওয়া হয়েছে। স্টাফ নার্স পদে আবেদন করার জন্য 18 থেকে 45 বছর, চার্জম্যান পদে আবেদন করার জন্য 18 থেকে 30 বছর, ফার্মাসিস্ট, ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার ইত্যাদি পদে আবেদন করার জন্য 18 থেকে 27 বছর, ক্যামেরাম্যান পদে আবেদন করার জন্য 18 থেকে 35 বছর এবং অন্যান্য পদগুলোতে আবেদন করতে 18 থেকে 25 বছর বয়স লাগবে।

বেতন কাঠামো

যেমনটা জানানো হয়েছে, এই পদে চাকরি পেলে পে লেভেল-1 থেকে পে লেভেল-7 পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন কাঠামো রয়েছে। সেগুলো জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, স্টিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। 

আবেদন প্রক্রিয়া

এই পদগুলিতে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
  • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। 
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একে একে আপলোড করে ফেলুন।
  • তারপর নির্ধারিত আবেদন ফি অনলাইনে প্রদান করুন।
  • সবশেষে সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিন।

জানিয়ে রাখি, UR/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 295 টাকা আবেদন ফি লাগবে। তবে SC/ST/PwBD/Ex-Servicemen/মহিলা প্রার্থী হলে কোনোরকম আবেদন ফি দরকার নেই।

আরও চাকরির আপডেটঃ পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাসে চাকরি, পূর্ব রেলে ৩ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

যেমনটা জানানো হয়েছে, এখানে আগামী 5 জুলাই, 2025 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 18 জুলাই, 2025 তারিখ পর্যন্ত। তবে অবশ্যই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে ফেলার চেষ্টা করবেন।

Leave a Comment