মাধ্যমিক পাসে সরকারি চাকরি, পূর্ব রেলে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা রেলের চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর। অবশেষে ইস্টার্ন রেলওয়ে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (Eastern Railway Recruitment 2025) জারি করল। হ্যাঁ, যারা আইটিআই পাস করেছেন এবং মাধ্যমিক পাসে চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য এই প্রতিবেদনটি। জানা যাচ্ছে, পূর্ব রেলের তরফ থেকে তিন হাজারের বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য পেতে হলে প্রতিবেদনটি পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

পূর্ব রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, যেখানে মোট 3115টি শূন্যপদ থাকছে। তবে হ্যাঁ, এর ভিতর বিভিন্ন রকম ট্রেড থাকছে। যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, ওয়েল্ডার, মেশিনেস্ট ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

শোনা যাচ্ছে, এই পদে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে। তাহলে আবেদন করা যাবে।

বয়স সীমা কত দরকার?

15 থেকে 24 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। তবে এখানে বয়সের ছাড় পাওয়া যাবে সরকারি নিয়ম অনুযায়ী।

বেতন কাঠামো

যেহেতু অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, তাই সরকারি নিয়ম অনুযায়ী এখানে প্রতি মাসে প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

বাছাই প্রক্রিয়া

এই নিয়োগের আওতায় কোনোরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। শুধুমাত্র মেধা তালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুসারে মেরিট লিস্ট বানানো হবে। তারপর নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি

পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

বলে রাখি, এখানে UR/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 100 টাকা করে আবেদন ফি চাওয়া হয়েছে। তবে SC/ST/PwBD/মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে BHEL-এ কাজের সুযোগ, নেওয়া হচ্ছে প্রচুর কর্মী

গুরুত্বপূর্ণ তারিখ

এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 জুলাই, 2025। তবে এখনো অনলাইনে আবেদন শুরু হয়নি এবং নির্দিষ্ট তারিখ সম্বন্ধেও কিছু বলা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment