সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। ভারতের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের (BHEL) তরফ থেকে প্রচুর শূন্যপদে গ্রেড-IV পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে চাকরিপ্রার্থীরা, এমনকি শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত দরকার, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য পেতে হলে প্রতিবেদনটি পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
BHEL-র তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে কারিগর গ্রেড-IV পদে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে 515টি। তবে হ্যাঁ, বিভিন্ন ট্রেডে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। যেমন ফিটার ট্রেডে 176টি, ওয়েল্ডার ট্রেডে 97টি, টার্নার ট্রেডে 51টি, মেশিনেস্ট ট্রেডে 104টি শূন্যপদ থাকছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
জানা যাচ্ছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন 60% নম্বর থাকতে হবে। কিন্তু এসসি/এসটি’দের ক্ষেত্রে 55% নম্বর থাকলেও হবে। এর পাশাপাশি আইটিআই কোর্স করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এনটিসি এবং এনএসি থাকতে হবে।
বেতন কাঠামো
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে চাকরি পেলে প্রতি মাসে 29,500 টাকা থেকে 65,000 টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি যুক্ত থাকবে অন্যান্য ভাতা।
বয়স সীমা কী আছে?
এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 27 বছর। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীরা বয়সে ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি মারফৎ জানা গিয়েছে।
আরও চাকরির আপডেটঃ মাধ্যমিক পাসে সরকারি চাকরি! রাজ্যের সিলেকশন বোর্ডে প্রচুর গ্রুপ বি ও গ্রুপ সি নিয়োগ
আবেদন কীভাবে করবেন?
এই পদে আবেদন করার জন্য BHEL-র অফিসিয়াল পোর্টালে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে ফি দিয়ে আবেদন সেরে নিতে হবে।
জানা যাচ্ছে, এখানে 16 জুলাই থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাই যারা আবেদন করবেন, তারা 16 জুলাই থেকে আবেদন করতে পারেন।