মানহানির নোটিস পাঠিয়েও মেলেনি জবাব! মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচন নিয়ে বাংলায় সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ বাড়ছে। এমতাবস্থায় কলকাতায় আই-প্যাকের দফতরে ED অভিযান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি যখন চরম তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলার তদন্ত ঘিরে করা কিছু মন্তব্যকে টার্গেট করে মানহানির নোটিস পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই চিঠির উত্তর মেলেনি। এবার তাই আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সমাজমাধ্যমে করলেন পোস্ট।

কী বলছেন শুভেন্দু?

গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী মারফত একটি মানহানির নোটিস পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে করা মন্তব্যের ৭২ ঘণ্টার মধ্যে মমতাকে প্রামাণ্য নথি দেওয়ার সময় দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু ওই সময়সীমা ইতিমধ্যে অতিক্রম হওয়ায় এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন। শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেলে জানান যে, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানহানির আইনি নোটিস পাঠিয়েছিলাম, তার জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেই সময়ের মধ্যে তিনি কোনও উত্তর দিতে ব্যর্থ হয়েছেন।”

আরও পড়ুনঃ রোজভ্যালি মামলায় এবার বিরাট নির্দেশ হাইকোর্টের

আইনি হুঁশিয়ারী শুভেন্দু অধিকারীর

শুভেন্দু অধিকারী পোস্টে জানিয়েছেন যে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আচরণের মাধ্যমেই প্রমাণ করেছেন যে, তথাকথিত কয়লা কেলেঙ্কারিতে আমার জড়িত থাকার যে অভিযোগ তিনি তুলেছিলেন, তা সম্পূর্ণই তাঁর কল্পনাপ্রসূত ও বিকৃত মানসিকতার ফল। এবার আইনি পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আপনার সাথে আদালতে দেখা হবে।” অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী কয়লা দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারীকে জড়িয়ে মন্তব্য করেছিল, আর তাই নিয়েই শুরু হয়েছে দ্বন্দ্ব।

আরও পড়ুন: শুনানির নোটিস পেলেন মুর্শিদাবাদের এক BLO

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে হানা দিয়েছিল ইডি। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনেরও বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। আর সেই নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত বাঁধে। তাঁর দলের নির্বাচনী কৌশল চুরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী মমতা। অন্য দিকে, ওই দিনের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডিও। এই পরিস্থিতির মাঝেই এ বার মুখ্যমন্ত্রীর সঙ্গে আইনি সংঘাতের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

Leave a Comment